X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

হাটে ছোট গরুর কদর বেশি

খুলনা প্রতিনিধি
৩১ জুলাই ২০২০, ১৩:১০আপডেট : ৩১ জুলাই ২০২০, ১৩:১০

গরুর হাট খুলনায় এবার ১৯ স্থানে কোরবানির পশুর হাট বসেছে। অনলাইন হাট আছে আরও দুটি। সব হাটেই কোরবানির পশু কেনাবেচা জমজমাট হয়ে উঠেছে। জমজমাট হাটগুলোতে ছোট গরুর চাহিদা বেশি বলে জানা গেছে। ক্রেতা-বিক্রেতার পাশাপাশি কেসিসি’র বাজার পরিচালনা কমিটি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকও সতর্ক অবস্থানে রয়েছে।

খুলনা সিটি করপোরেশন পরিচালিত জোড়াগেট পশুর হাটে খুলনাসহ বিভিন্ন স্থান থেকে ঝাঁকে ঝাঁকে পশু আসছে। হাটে পুরোদমে বেচা-কেনা শুরু হয়েছে।

আনুষ্ঠানিকভাবে হাটে পশু কেনা-বেচা শুরু হয় ২৭ জুলাই থেকে। প্রথমদিকে পশু কিছুটা কম  থাকলেও বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিভিন্ন উপজেলাসহ আশপাশ জেলা থেকে প্রচুর পশু এসেছে। স্থানীয় হাটগুলো শেষ হওয়ায় শুক্রবার (৩১ জুলাই) এ হাটে পশুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে হাটে আসা বড় পশুর চাহিদা ও দাম অনেক কম বলে হতাশা বিক্রেতারা।

গরুর হাট

বাগেরহাট থেকে আসা বিক্রেতা আবুল হোসেন জানান, তার দু’টি গরু এখনও হাটের সেরা গরুও মধ্যে রয়েছে। ২২ মণ ও ২৪ মণ ওজনের গরু দু’টির দাম চেয়েছেন ১৯ লাখ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত ২২ মণ ওজনের গরুর দাম উঠেছে ৫ লাখ টাকা। আর ২৪ মণ ওজনের গরুও দাম উঠেছে সাড়ে ৬ লাখ টাকা। কিন্তু এ দামে তিনি গরু বিক্রি করতে রাজি নন। কারণ এতে তাকে লোকসানে পড়তে হবে। অপরদিকে মাঝারি সাইজের ৭০-৮০ হাজার টাকা দামের গরুর কদর রয়েছে। এ ধরনের গরুও বেচা-বিক্রি অনেক বেশি।

বিক্রেতা আবুল খায়ের বলেন, নিজের খামারে পালিত তিনটি গরু নিয়ে এসেছেন। এর মধ্যে বড় গরুটির ওজন সাড়ে ৭ মণ হবে। দাম চাইছেন ১ লাখ ৬০ হাজার টাকা। ক্রেতারা এসে দেখে দাম শুনে চলে যাচ্ছেন।

কালিয়া ইসলামপুরের আফতাব মোল্লা বলেন, তার ৫ মণ ওজনের গরুর দাম ১ লাখ ৫ হাজার টাকা চাইছেন। দামও বলছেন ক্রেতারা। তবে সন্তোষজনক নয়। 

গরুর হাট

আব্দুল বারিক শিকদার তার ১১০ কেজি ওজনের ছোট গরুর দাম হাঁকিয়েছেন ৭০ হাজার টাকা। ক্রেতারা দাম বলেছেন ৫৫ হাজার টাকা। হাটে ক্রেতার সংখ্যা কম হওয়ায় তিনি এখনও বিক্রি করেননি গরু, অপেক্ষায় আছেন।

কালিয়ার অপর খামারি মোহাব্বত শেখ বলেন, তিনি ১৭টি গরু নিয়ে এসেছেন। এর মধ্যে সবচেয়ে বড় গরুটির ওজন সাড়ে ৬ মণ হবে। দাম চেয়েছেন ১ লাখ ৪৫ হাজার টাকা। ক্রেতারা এসে দেখে চলে যাচ্ছেন। দাম কম বলছেন ক্রেতারা। 

খালিশপুরের বাসিন্দা নাজমুল হুদা বলেন, ব্যাপারীরা অনেক দাম হাকাচ্ছেন। গরু হিসেবে যার দাম অনেক বেশি। ফলে এখনও কেনার মতো হয়নি, গরুও আসতে শুরু করেছে। তাই কিনতে একটু সময় নিচ্ছেন।

আরেক ক্রেতা মেহমুদ আলম বলেন, দাম সম্পর্কে ধারণা নিতেই হাটে এসেছেন। প্রাথমিক পর্যায়ে দাম কিছুটা বেশি মনে হচ্ছে। হাটে গরু বাড়লে দামও নাগালের মধ্যে চলে আসবে।

গরুর হাট

কেসিসি’র ২১নং ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন জানান, হাট জমে উঠেছে। প্রচুর পশু এসেছে। বৃহস্পতিবার  সন্ধ্যার পর থেকে ক্রেতার উপস্থিতি বেড়েছে। শুক্রবার পুরোদমে বেচা-কেনা শুরু হবে। তাই গতবারের চেয়ে এ বছর রাজস্ব আয় বেশি হবে।

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, 'কোরবানির হাটে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি এবং সরকারি নিদের্শনা মেনে পশু ক্রয় ও বিক্রয় করতে হবে। হাটে প্রবেশ পথে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে এবং প্রবেশের সময় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। বয়স্ক ও শিশুরা পশুর হাটে প্রবেশ করতে পারবেন না। এবারে পশুর হাটে সার্বক্ষণিক সিসি ক্যামেরা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নিশ্চিত করাসহ জাল নোট শনাক্তকরণ, কম্পিউটারাইজড পদ্ধতিতে হাসিল আদায়সহ সব আধুনিক ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সার্বক্ষণিক চিকিৎসার ব্যবস্থা এবং ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।'

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ