X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

টিকা পৌঁছেছে বাগেরহাটে, আবারও শুরু দ্বিতীয় ডোজের কার্যক্রম

বাগেরহাট প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২১, ২৩:৩৫আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২৩:৪০

বাগেরহাটে পৌঁছেছে আরও ৮ হাজার ডোজ করোনা ভাইরাসের টিকা। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করা এই পরিমাণ টিকা খুলনা সিভিল সার্জন অফিস থেকে বাগেরহাটে নিয়ে আসা হয়। এর ফলে টিকার মজুত শেষ হওয়ার কারণে বন্ধ হয়ে যাওয়া টিকা কার্যক্রম আবার স্বাভাবিক হচ্ছে। টিকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির।

বাগেরহাট সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় বুধবার পর্যন্ত টিকা পাওয়ার জন্য নিবন্ধন করেছেন ৮৫ হাজার ২১০ জন। যার মধ্যে প্রথম ডোজের টিকা পেয়েছেন ৫৪ হাজার ৭৮৪ জন। আর দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ৩২ হাজার ৩৭২ জন। তবে জেলায় টিকার স্টক শেষ হয়ে যাওয়ায় প্রথম ডোজ নেওয়া ২২ হাজার ৪১২ জনের দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। গত দুই দিনে বাগেরহাট সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে টিকা নিতে এসে অনেকে ফিরেও গেছেন। তবে অভ্যন্তরীণ চেষ্টায় বিভিন্ন জেলা থেকে ভায়াল সংগ্রহ করে টিকা প্রয়োগ কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা চালানো হচ্ছে।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা বলেন, ৮ হাজার ডোজ টিকা আনতে পারায় দ্বিতীয় ডোজ পাওয়ার বিষয়ে অনিশ্চয়তার মধ্যে থাকা জেলার ২২ হাজার মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরবে। অন্তত ঈদের আগে আর সংকট থাকছে না।
বাগেরহাটের সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির বলেন, ‘বাগেরহাট দেশের একমাত্র জেলা যেখানে প্রাপ্ত ভ্যাকসিনের শতভাগ প্রয়োগ করতে পেরেছে। টিকার মজুত শেষ হওয়ার পর দেশের বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করা ৮ হাজার ডোজ টিকা আজ ( বৃহস্পতিবার) সন্ধ্যায় খুলনা থেকে আমাদের হাতে এসে পৌঁছেছে। যা দিয়ে আমরা আশা করছি ঈদ পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা প্রদান চালিয়ে নিতে পারবো।’

তিনি বলেন, ঈদের আগে আরও টিকা হাতে পাওয়ার আশা করছি।

বাগেরহাট সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, সবার টিকা গ্রহণের তারিখ এক নয়। অনেকে গত মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে এপ্রিলের মাঝামাঝি প্রথম ডোজ বন্ধ হওয়ার আগে টিকা গ্রহণ করেছেন। ফলে তাদের নির্ধারিত মেয়াদ আসতে আসতেই হয়তো পরের লটের টিকা পাওয়া যাবে।

/টিএন/
সম্পর্কিত
করোনা শনাক্তের হার ৮ শতাংশ ছাড়ালো
দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত
দ্রুত করোনার টিকা দেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বকেয়া ৩৩ হাজার ১০৮ কোটি ৯৯ লাখ টাকা: প্রতিমন্ত্রী
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বকেয়া ৩৩ হাজার ১০৮ কোটি ৯৯ লাখ টাকা: প্রতিমন্ত্রী
যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে কেএনএফ সন্ত্রাসী নিহত
যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে কেএনএফ সন্ত্রাসী নিহত
ব্রিটিশ নিশানায় হামলার হুমকি রাশিয়ার
ব্রিটিশ নিশানায় হামলার হুমকি রাশিয়ার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট