X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সুন্দরবনে নিরাপত্তা জোরদার, কর্মীদের কর্মস্থলে থাকার নির্দেশ

খুলনা প্রতিনিধি
০৮ মে ২০২১, ১১:৪১আপডেট : ০৮ মে ২০২১, ১১:৪১

ঈদকে সামনে রেখে সুন্দরবনের বনজ সম্পদ রক্ষায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। ইতোমধ্যে বন বিভাগ থেকে বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির কর্মীদের নিজ নিজ কর্মস্থলে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যাতে কোনও প্রকার বনজ সম্পদ ধবংস করতে না পারে, তার জন্য পুরো সুন্দরবনে জারি করা হয়েছে সতর্কতা।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের হরিণ শিকার, অবৈধভাবে গাছ কাটা এবং বিষ দিয়ে মাছ শিকার বন্ধে গত ৬ মে বেলা ১১টায় খুলনা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে (নলিয়ানে) এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ টিম গঠন করে টহল জোরদার করাসহ প্রতিটি স্টেশনে কর্মকর্তাদের সমন্বয়ে টহল কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

খুলনা রেঞ্জের এসিএফ মো. সালেহ'র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রেঞ্জ সহযোগী কাজী মাহফুজুল হক, বানিয়াখালি স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা আ. হাকিম, কালাবগি স্টেশন কর্মকর্তা মনির হোসেন, নলিয়ান স্টেশন কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, সুতারখালি স্টেশন কর্মকর্তা প্রেমা নন্দ মন্ডল, নিলকোমল বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান, হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলামসহ বিভিন্ন টহল ফাঁড়ির কর্মকর্তারা।

সভায় জানানো হয়, ঈদকে সামনে রেখে এক শ্রেণির চোরাকারবারিরা সুন্দরবনের কাঠ পাচার করে আর্থিক ফায়দা লুটে থাকে। এছাড়া অসাধু শিকারী চক্র হরিণ নিধনযজ্ঞে মেতে ওঠে। অন্যদিকে সুযোগ বুঝে বিষ প্রয়োগ করে মাছ শিকার করে থাকে অসাধু জেলেরা। এ বছর এ সুযোগ যাতে কাজে না লাগাতে পারে, সেদিকে লক্ষ্য রেখে বন বিভাগ থেকে বাড়ানো হয়েছে নজরদারি।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. আবু সালেহ বলেন, ইতোমধ্যে বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়িতে কর্মরত বন বিভাগের স্টাফদের কর্মস্থলে দায়িত্ব পালন করতে ও টহল কার্যক্রম পরিচালনার জন্য বলা হয়েছে। তাছাড়া স্মার্ট টিমের পাশাপাশি রাত-দিন বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির সমন্বয়ে গঠিত টিম সুন্দরবনের বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. মো. আবু নাসের মোহসিন হেসেন বলেন, ঈদ উপলক্ষে সুন্দরবনের পুরো এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বিভিন্ন টহল কার্যক্রম তদারকির পাশাপাশি সুন্দরবনে নিজেই টহল কার্যক্রম চালাবেন বলে জানিয়েছেন তিনি।

খুলনা সার্কেলের বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খান বলেন, অন্য বছর ঈদের সময় কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ ছুটিতে বাড়িতে যায়, আরেকটি অংশ বন পাহারা দেয়। এ বছর সবাইকেই কর্মস্থলে থাকার এবং টহল জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকার জন্য সরকারি নির্দেশনাও রয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সূর্য ডুবে যাওয়ায় সুন্দরবনের আগুন নেভানোর কাজ স্থগিত
২৬ ঘণ্টা পর সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, তদন্ত কমিটি গঠন
সুন্দরবনের আগুন এখন নিয়ন্ত্রণে: পরিবেশ মন্ত্রণালয়
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী