X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
০৮ জুলাই ২০২১, ০২:৩৭আপডেট : ০৮ জুলাই ২০২১, ০২:৩৭

সাতক্ষীরার কলারোয়ায় রেজাউল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ওফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল ওফাপুর গ্রামের মৃত শেখ আব্দুল গফুরের ছেলে।

রেজাউলের ছেলে পোলট্রি ব্যবসায়ী শেখ রিপন হোসেন বলেন, ‘ওফাপুর গ্রামের আব্দুল মাজেদ ঢালীর ছেলে উজ্জ্বল হোসেন, আবজাল হোসেন ও আজগর হোসেন বেশ কিছুদিন ধরে আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। বুধবার চাঁদা না দেওয়ার বিষয় নিয়ে তাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে তাদের সঙ্গে এক হয়ে একই গ্রামের হৃদয়, রুহুল আমিন, ইমানালী, মাজেদ ঢালী, হায়দার আলী ও রনি আমাকে মারপিট শুরু করে। এ সময় আমার বাবা বাঁচাতে এগিয়ে এলে তাকেও মারপিট করা হয়। আহত অবস্থায় আমাদের উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।’ 

তবে অভিযুক্ত উজ্জ্বল হোসেন বলেন, ‘পোলট্রি ব্যবসায়ী শেখ রিপনের কাছে আমাদের পাওনা টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।’

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অহিদুজ্জামান বলেন, ‘মৃত অবস্থায় ওই ব্যক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। মারামারির ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার। তবে তার শরীরে আঘাতের চিহ্ন পাইনি।’

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর বলেন, শুনেছি মারামারির সময় পিটুনিতে ওই ব্যক্তি মারা গেছে। তবে বিষয়টি খতিয়ে দেখছি আমরা। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় এখনও অভিযোগ কিংবা মামলা হয়নি। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

/এএম/
সম্পর্কিত
৩২ কুর্দি সদস্যকে হত্যার দাবি তুরস্কের
‘সম্পত্তির লোভে’ মনজিলকে হত্যা: ৭ বছরেও শেষ হয়নি বিচার
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা