X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পুলিশে চাকরি না পাওয়া মীমও পাচ্ছেন উপহারের ঘর

হেদায়েৎ হোসেন, খুলনা
১৩ ডিসেম্বর ২০২১, ২২:৩৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ২২:৪৪

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন স্থায়ী ঠিকানা না থাকায় পুলিশে চাকরি না হওয়ার অভিযোগ তোলা খুলনার মীম আক্তার। জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন তিনি।

সোমবার (১৩ ডিসেম্বর) রাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার। তিনি বলেন, স্থায়ী ঠিকানা না থাকার বিষয়টি আলোচিত হওয়ায় তাকে প্রধানমন্ত্রীর উপহারের জমি ও ঘর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু পরিবারের সঙ্গে খুলনা সিটিতে ভাড়া বাসায় বসবাস করছে মীম, সেহেতু তাকে খুলনা সিটি কিংবা সংলগ্ন এলাকায় প্রধানমন্ত্রীর উপহারের জমি ও ঘর দেওয়ার চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে তাকে ঘর নির্মাণ করে দেওয়া হবে।

আরও পড়ুন: এবার ‘স্থায়ী ঠিকানা’ না থাকায় পুলিশের চাকরি পাচ্ছেন না মীম

মীমের চাকরির বিষয়ে জানতে চাইলে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) তানভীর আহম্মেদ বলেন, মীমের বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্সে জানানো হয়েছে। সেখান থেকে এখনও কোনও সিদ্ধান্ত আসেনি। চাকরির ব্যাপারে পুলিশ হেডকোয়ার্টার্স সিদ্ধান্ত দিলে আমরা তাকে জানিয়ে দেবো।

মীম জানান, পুলিশের কনস্টেবল পদে সাধারণ নারী কোটায় আবেদন করেন তিনি। গত ২৫ অক্টোবর থেকে তিন দিন খুলনার শিরোমনি পুলিশ লাইন্সে শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ২৮ ডিসেম্বর খুলনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে হওয়া লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষাতেও উত্তীর্ণ হন। ফল প্রকাশের পর জানতে পারেন, তিনি মেধা তালিকায় প্রথম হয়েছেন। এরপর খুলনা জেলা পুলিশ লাইন্সে সাধারণ মেডিক্যাল পরীক্ষায়ও উত্তীর্ণ হন। গত ১২ নভেম্বর রাতে তাকে নেওয়া হয় ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে। সেখানে ১৩ নভেম্বর সকালে মেডিক্যাল পরীক্ষা করা হয়। তারপর খুলনায় ফিরে আসেন। এরপর পুলিশ ভেরিফিকেশন শুরু হয়। সোনাডাঙ্গা থানা, পুলিশ ফাঁড়ি ও সিটিএসবি থেকে তাদের বাসায় তদন্ত দল আসে। 

মীম বলেন, পুলিশের কাছে ভূমিহীন সনদ জমা দিয়েছি। ৭ ডিসেম্বর জেলা পুলিশ লাইন্সে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। এরপর আর কিছুই জানায়নি। ১০ ডিসেম্বর জেলা পুলিশ লাইন্সে খোঁজ নিয়ে কিছু জানতে পারিনি। ১১ ডিসেম্বর খুলনা পুলিশ সুপার কার্যালয়ে যাই। দুই ঘণ্টা অপেক্ষার পর অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহম্মেদ জানান, আমার সব ঠিক আছে। তবে স্থায়ী ঠিকানা না থাকায় চাকরিটা দিতে পারছেন না। এরপর কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসি।

তবে স্থায়ী ঠিকানা না থাকায় মীমের পুলিশে চাকরি না হওয়ার বিষয়টি সঠিক নয় বলে জানান জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুব হাসান। তিনি বলেছেন, স্থায়ী ঠিকানা নয়, স্বাস্থ্য পরীক্ষায় ‌আনফিট হওয়ায় তাকে চাকরি দেওয়া সম্ভব হয়নি।

এর আগে স্থায়ী ঠিকানা না থাকায় পুলিশ কনস্টেবল পদে বরিশালের আসপিয়া ইসলামের চাকরি পেতে জটিলতা তৈরি হয়। তাকে চাকরি, জমি ও ঘর দিতেই কাজ করছে স্থানীয় প্রশাসন। বরিশালের হিজলা উপজেলার ক্ষুন্না-গোবিন্দপুর গ্রামে দ্রুতগতিতে চলছে আসপিয়ার জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘরের নির্মাণকাজ। একই সঙ্গে চলছে জমিসহ ঘরের দলিল দেওয়ার কার্যক্রমও। জমি পেলেই নিশ্চিত হয়েছে যাবে এই তরুণীর চাকরি।

/এএম/
সম্পর্কিত
পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ২
কনস্টেবল পদে আরেকজনের হয়ে নিয়োগ পরীক্ষা দিতে বসা যুবক আটক
পুলিশে কনস্টেবল পদে আবেদনের সুযোগ আর দুইদিন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা