X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভেঙে পড়েছে ব্রিজ, স্কুলে যেতে পারছে না শিক্ষার্থীরা

মোংলা প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২২, ২২:৫৩আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ২২:৫৩

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় একটি গুরুত্বপূর্ণ ব্রিজ ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন ছয় গ্রামের হাজার হাজার মানুষ। উপজেলার সদর ইউনিয়নের বিশারীঘাটা বাজার সংলগ্ন খালের ওপরের ব্রিজটি দুই বছর ধরে ঝুঁকিপূর্ণ থাকার পরও সংস্কার না করায় এক মাস আগে ভেঙে পড়ে। এতে সব থেকে বেশি দুর্ভোগে পড়েছে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক ও প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের খাল পারাপারে ঝুঁকি থাকায় স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে।

বাদুরতলা ওয়াজেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা খানম জানান, বিশারীঘাটা খালের ব্রিজটি ভেঙে পড়ায় তার বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা অনেক কমেছে। একই কথা বলেন স্থানীয় বিবি আফসার আলী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামও।

মোড়েলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোল্লা হুমায়ুন কবির জানান, তার ইউনিয়নে বিশারীঘাটা বাজার সংলগ্ন খালের ওপর ব্রিজটি ২৫ বছর আগে নির্মাণ করে এলজিইডি। বিশারীঘাটা, নিশানবাড়িয়া, খাউলিয়া, বাদুরতলাসহ ছয় গ্রামের হাজার হাজার মানুষ প্রতিনিয়ত ব্রিজটি দিয়ে পারাপার হতো। পার হতো ছয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দুই বছর ধরে ঝুঁকিপূর্ণ থাকায় এবং সংস্কার না করায় এক মাস আগে ব্রিজটি ভেঙে পড়ে। সর্বসাধারণের পারাপারের বিকল্প হিসেবে পাঁচ টাকা দিয়ে খেয়া পারাপারের ব্যবস্থা করা হয়েছে। দ্রুত ব্রিজ নির্মাণের জন্য উপজেলা প্রশাসনসহ এলজিইডিকে চিঠি দেওয়া হয়েছে।

মোড়েলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আরিফুল হক জানান, বিশারীঘাটা খালের ব্রিজটি ভেঙে পড়ার পর দ্রুত নতুন ব্রিজ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদন পেলে শিগগিরই সেখানে ব্রিজের টেন্ডার আহ্বান করা হবে।

/আরকে/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!