X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

খালের ধারে মিললো মামলার সাক্ষীর লাশ  

ঝিনাইদহ প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২২, ১৫:১১আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৫:১১

ঝিনাইদহের কালীগঞ্জে গলায় রশি প্যাঁচানো অবস্থায় পীর আলী (৩৩) নামের এক ওয়ার্ড যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ জানুয়ারি) সকালে লাশ উদ্ধার করা হয়। পীর আলী উপজেলা কাষ্টভাঙ্গা ইউনিয়নের নলভাঙ্গা গ্রামের সামছুল হকের ছেলে। এছাড়া তিনি কাষ্টভাঙা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী এবং ওই ওয়ার্ডের যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় একটি বাঁওড়ের নাইট গার্ডও ছিলেন তিনি।

স্থানীয়রা জানান, রবিবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন পীর আলী। এরপর আর ফিরে আসেননি। সোমবার সকালে পথচারীরা বাড়ির পার্শ্ববর্তী নলভাঙ্গা খালের ধারে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

স্থানীয়রা বলেন, ২০১৬ সালের নলভাঙ্গা গ্রামে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় শাহিনুর রহমানের পা কেটে ফেলে স্থানীয় সন্ত্রাসীরা। এরপর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আদালত  স্ব-প্রণোদিত হয়ে মামলা করা হয়। সেই মামলায় হাইকোর্ট থেকে ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। এর প্রেক্ষিতে তারা আত্মসমর্পণ করেন। সেসময় থেকে পরবর্তী ৬ মাস শাহিনুরের বাড়িতে পুলিশি নিরাপত্তা ছিল। ওই মামলার ১ নম্বর সাক্ষী ছিলেন নিহত পীর আলী।

আসামিরা জেল থেকে বেরিয়ে এসে পীর আলীকে নানাভাবে হুমকি ধামকি দিতে থাকেন। এ কারণে বেশ কয়েক সপ্তাহ আগে পীর আলী নিজের জীবনের নিরাপত্তা চেয়ে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রিও করেছিলেন।  এলাকাবাসীর ধারণা ওই ঘটনার জেরে তাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে।

কালীগঞ্জ বারোবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশটি একটি গাছের নিচে পড়ে ছিল। তার গলায় রশি প্যাঁচানো এবং একটি ডালের সঙ্গেও রশি জড়ানো ছিল। তবে গায়ে তেমন কোনও আঘাতের চিহ্ন নেই। তাই এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিতে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি (চলতি দায়িত্ব) মতলেবুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত