X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

বিদ্যালয় নয়, যেন ডোবা

আসাদুজ্জামান সরদার, সাতক্ষীরা
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৪৯আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২০

বিদ্যালয় ভবনের দরজা-জানালা নেই। তার ওপর বছরের কয়েক মাস কচুরিপানাযুক্ত হাঁটু পানিতে ভর্তি থাকে। প্রথম দেখায় যে কেউ বলবে, এটা ডোবা, যেখানে রয়েছে একটি পরিত্যক্ত ভবন।

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের সমনডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি এমনই। এসব প্রতিবন্ধকতা নিয়ে বিদ্যালয়টিতে পাঠদান কার্যক্রম চলছে। নেই উপযুক্ত স্কুল ভবন। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার মান। ঝরে পড়ছে শিক্ষার্থী।

জানা গেছে, চার লাখ ২০ হাজার টাকা ব্যয়ে বিদ্যালয়টির নির্মাণ কাজ শেষ হয়েছিল ১৯৯৫ সালে। তবে কয়েক বছর ধরে ভবনের ছাদের পলেস্তারা ধসে পড়েছে। পুরো ভবনও হাঁটু পানির নিচে থাকতে দেখা গেছে। তাই বিকল্প ব্যবস্থা হিসেবে মাঠের এক কোণে একটি টিনের চাল দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন শিক্ষকরা। যেখানে রাখা হয়েছে একটি টেবিল ও ৫টি বেঞ্চ। সেখানে শিক্ষার্থীরা বাধ্য হয়েই শিক্ষা অর্জন করছে।

এ যেন পরিত্যক্ত ভবন

মাসুম হোসেন নামে একজন শিক্ষার্থী বলে, ‘করোনার কারণে আমদের স্কুল অনেক দিন বন্ধ ছিল। স্কুলের দরজা-জানলা নেই। বছরের অধিকাংশ সময় কচুরিপানাযুক্ত হাঁটু পানিতে ডুবে থাকে। সেজন্য স্কুলের খেলার মাঠের এক কোণে একটি টিনের চাল দিয়ে আমাদের পাঠদান করানো হচ্ছে।’

অভিভাবক আল মামুন বলেন, ‘যোগাযোগ ব্যবস্থা ভালো না। দুই উপজেলা ও ইউনিয়নের শেষ প্রান্ত হওয়ায় অবহেলিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি। শ্রেণিকক্ষে ও খেলার মাঠে জমে থাকা পানিতে শিক্ষার্থীদের পানিবাহিত রোগ হয়।’

স্থানীয় বাসিন্দা শাহিন হোসেন বলেন, ‘এই অঞ্চলের শিক্ষার্থীদের সঠিকভাবে সু-শিক্ষায় গড়ে তুলতে হলে মাছের ঘেরের পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে ভবনটি পুনর্নির্মাণ করা জরুরি।’

বিদ্যালয়টির প্রধান শিক্ষক অমল কৃষ্ণ সরকার বলেন, ‘৫১ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান কার্যক্রম চালাচ্ছি। দেখেছেন তো কী অবস্থা, কীভাবে শিক্ষার্থীদের পাঠদান করাবো? শিক্ষার কোনও পরিবেশ নেই। আমদের নিজেদেরও খারাপ লাগে। উপজেলা শিক্ষা কর্মকর্তাদের একাধিকবার জানালেও কোনও কাজে আসছে না। অনেক শিক্ষার্থী আমার স্কুল থেকে চলে গেছে।’

তালা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘২০১৯ সালে নতুন ভবন তৈরির বাজেট ছিল। কিন্তু ভবন তৈরির জন্য মালামাল পৌঁছানোর ব্যবস্থা না থাকাতে বাজেটটি সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে এলাকাটি নিচু হওয়ায় বন্যায় পানি উঠে যায়। সেখানে নতুন করে সাইক্লোন শেল্টার করার জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দফতরে।’

/এফআর/
সম্পর্কিত
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
সাতক্ষীরা জেলা আ.লীগ নেতা হারুন গ্রেফতার
সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩০
সর্বশেষ খবর
এনবিআরের আরও ৫ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক 
এনবিআরের আরও ৫ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক 
গুমের সঙ্গে সেনাসদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করছে সেনাবাহিনী
গুমের সঙ্গে সেনাসদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করছে সেনাবাহিনী
পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
সর্মথকদের ‘সরি’ বলেছেন তাসকিন
সর্মথকদের ‘সরি’ বলেছেন তাসকিন
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’