X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শবে বরাতের রাতে স্বামীকে বেঁধে গৃহবধূকে ধর্ষণ, ক্ষুব্ধ এলাকাবাসী

খুলনা প্রতিনিধি
১৯ মার্চ ২০২২, ২০:২৪আপডেট : ১৯ মার্চ ২০২২, ২০:৪৩

খুলনা মহানগরীতে শবে বরাতের রাতে স্বামীকে বেঁধে স্ত্রীকে (২৪) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এলাকাবাসী। তাদের দাবি, যে গ্যারেজে ঘটনা ঘটেছে, সেটি অপরাধের আখড়া। থানা থেকে ৭০০-৮০০ মিটার দূরত্বে থাকলেও সেখানে মাদকের বেচাকেনা চলে নিরাপদে। ফলে রাতে নির্জন পরিবেশ থাকায় অপরাধীরা হয়ে ওঠে বেপরোয়া।

শনিবার (১৯ মার্চ) মিনারুল হক নামে একজন বলেন, ‘শবে বরাতের রাতে সবাই ইবাদত-বন্দেগিতে মশগুল ছিল। আর এমন একটা দিনে এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। ধর্ষণ মামলায় আটক গ্যারেজ মালিক কামরুলের ব্যবসা হলো ইজিবাইক চার্জ দেওয়া। কিন্তু তার চলাফেরা ছিল রাজকীয়। অবৈধ আয় ছাড়া কেউ এভাবে চলতে পারে না।’ স্থানীয়রা এ ঘটনায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস বলেন, ‘শবে বরাতের রাতে এমন ঘটনা লজ্জাজনক। ঘটনাটি জানার পর পুলিশ সক্রিয় হয়ে ওঠে। ফলে দ্রুত এজাহারভুক্ত আসামি গ্যারেজ মালিক আব্দুল মালেকের ছেলে কামরুলকে গ্রেফতার করা হয়। তাকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘অপর অভিযুক্ত শিরোমণি পূর্বপাড়া এলাকার আফজাল মল্লিকের ছেলে সুমন (২৭), জামাল উদ্দিনের ছেলে সজিব হোসেন জীবন (২২) ও আফজাল মল্লিকের ছেলে আলামিন মল্লিককে (২২) গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। তিনি বাদী হয়ে চার জনের নামে মামলা করেছেন।’

স্থানীয় বাসিন্দা মো. ইয়াসিন বলেন, ‘এই গ্যারেজটি ঘিরে বিভিন্ন সময়ে নানা ধরনের অপকর্ম হতো।’ স্থানীয় মোমেনা আক্তার বলেন, ‘এখানে ইজিবাইক চার্জ দেওয়ার নামে ইয়াবা এবং গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য কেনাবেচা হতো।’

উল্লেখ্য, খুলনা শহরে ভাড়া থাকা স্বামী-স্ত্রী শুক্রবার রাতে বাজার করার জন্য তেতুলতলা রেল ক্রসিংয়ের পাশে কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন। ওই সময় ৪-৫ জন জোরপূর্বক তাদের গ্যারেজে নিয়ে যায়। এরপর স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
বাঘ ছাড়ায় নিজ গ্রামে শেষবার ভোট, আবেগে আচ্ছন্ন বাসিন্দারা!
বাঘ ছাড়ায় নিজ গ্রামে শেষবার ভোট, আবেগে আচ্ছন্ন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা