X
রবিবার, ১১ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

৮ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর

সাতক্ষীরা প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২২, ০৮:৩৯আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ০৮:৩৯

ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর টানা আট দিন বন্ধ থাকবে। শুক্রবার (২৯ এপ্রিল) থেকে ছুটি শুরু হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই বন্দরটিতে।  তবে এই সময়ে বন্দরের ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার অব্যাহত থাকবে।

সাতক্ষীরা ভোমরা ইমিগ্রেশন ইনচার্জ জাহাঙ্গীর হোসেন খান জানান, শুধু পাসপোর্ট যাত্রী যাতয়াতের জন্য ভোমরা ইমিগ্রেশন বিভাগ ঈদের দিনসহ আট দিনই খোলা থাকবে। যাত্রীদের ভ্রমণ কর পরিশোধের জন্য সোনালী ব্যাংক ভোমরা শাখাও খোলা থাকার কথা রয়েছে।

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মিজানুর রহমান জানান, ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ একটি বন্ধের কবলে পড়েছে ভোমরা স্থলবন্দর। তবে কাস্টমস এবং সিঅ্যান্ডএফ খোলা থাকলেও শ্রমিক ও কর্মচারীদের দাবির মুখে বন্ধ থাকছে এবং যথা সময়ে কার্যক্রম শুরু হবে।

তিনি আরও বলেন, ভোমরা স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে আড়াইশ’র মতো পণ্যবাহী ট্রাক প্রবেশ করতো।ভোমরা বন্দরে দৈনিক ৪শ’র মতো ট্রাক পণ্য নিয়ে প্রবেশ করছে, যা ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা।

ভোমরা শুল্ক বিভাগের সহকারী কমিশনার আমীর মামুন জানান, আগামী ৫ মে  সরকারি আদেশে অফিস খোলা থাকবে। তবে জেনেছি, ওই দিন আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।

এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের গণসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এক বার্তায় জানান, ঈদুল ফিতর উপলক্ষ ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) কাস্টমস হাউজগুলো আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রম চলবে। এছাড়া সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রফতানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নির্দেশনার পরও লম্বা ছুটির কবলে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর।

/এসএইচ/
সম্পর্কিত
সুন্দরবন দিয়ে ৬২ ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ
হত্যা মামলায় সাতনদী পত্রিকার সম্পাদক কারাগারে
তাজকিন আহমদকে সাতক্ষীরা পৌর মেয়র হিসেবে ক্ষমতায়নের ব্যবস্থা নিতে আইনি নোটিশ
সর্বশেষ খবর
পরিবারের সদস্যদের সঙ্গে খালেদা জিয়ার একান্ত সময়
পরিবারের সদস্যদের সঙ্গে খালেদা জিয়ার একান্ত সময়
আন্দোলন সমাপ্ত ঘোষণা করলেন হাসনাত
আন্দোলন সমাপ্ত ঘোষণা করলেন হাসনাত
জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনও টালবাহানা সহ্য করা হবে না: মামুনুল হক
জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনও টালবাহানা সহ্য করা হবে না: মামুনুল হক
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে চট্টগ্রামে আনন্দ মিছিল
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে চট্টগ্রামে আনন্দ মিছিল
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ