X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

পাসপোর্ট অফিসে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, বিভ্রান্তিতে চাকরিপ্রার্থীরা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৭ জুন ২০২২, ১১:৫২আপডেট : ০৭ জুন ২০২২, ১১:৫২

চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসে জরুরি ভিত্তিতে লোক নেওয়া হবে—এরকম একটি নিয়োগ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট করা হয়েছে। তবে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ বলছে, বিজ্ঞপ্তিটি ভুয়া। এতে বিভ্রান্তি পড়েছেন চাকরিপ্রার্থীরা।

চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিস সূত্র বলছে, বিজ্ঞপ্তিটি ভুয়া। এটা নিয়ে তারাও বিব্রত। গুজবটি ছড়ানোর পর তাদের কাছে নানা জায়গা থেকে ফোন আসছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, পাসপোর্ট অফিসের নিয়োগ আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয় থেকে সরকারি নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তির মাধ্যমে। যেখানে নিয়োগের যাবতীয় তথ্যসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তার নাম ও স্বাক্ষর থাকবে। তবে ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টারটি তৈরি করা হয়েছে মোবাইল ফোনের মাধ্যমে। ব্যবহার করা হয়েছে মোবাইলের ফন্ট। উল্লেখ করা হয়েছে ‌‘হেল্প ডেস্ক/ তথ্য প্রদান, পুরুষ কাউন্টার, মহিলা কাউন্টার, স্পেশাল কাউন্টারে নারী ও পুরুষ নিয়োগ দেওয়া হবে’। সেখানে বেতন ও পদসংখ্যা নির্ধারিত নয়। [email protected]—এই মেইল আইডির মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে এটি পাসপোর্ট অফিসের কোনও আইডি না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের সঙ্গে মেসেজ দিয়ে যোগাযোগ করা হবে, তারা আবেদনপত্রের টাকা পরিশোধ করবেস। 

চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী সাজিদুর রহমান বলেন, ‘বিপুল কুমার গোস্বামী নামে একটি ফেসবুক আইডিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আমিও আবেদন করতে চাচ্ছিলাম। পরে ভালোভাবে পোস্ট দেখে বুঝলাম এটা ভুয়া। আমি একটু ভালোভাবে দেখার কারণে বুঝতে পেরেছি, কিন্তু যারা ভালোভাবে দেখবেন না তারা না প্রতারিত হবেন। গুজব ঠেকাতে পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে তৎপর হওয়া দরকার।’

আরেক শিক্ষার্থী মামুনুর রশিদ বলেন, ‘চাকরি সংকটের এই সময়ে নিয়োগ দেখে যে কেউ প্রতারিত হবেন। এটা দালাল চক্রান্তকারীরা পরিকল্পনা করে এসব প্রতারণা করে থাকে।’

আঞ্চলিক পাসপোর্ট অফিস চুয়াডাঙ্গার সহকারী পরিচালক গোলাম ইয়াসীন বলেন, ‘নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টি সম্পূর্ণ ভুয়া। এ ব্যাপারে আমাদের কাছেও কোনও তথ্য নেই। এছাড়া আমাদের অফিসের নিয়োগ আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয় থেকে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে। এভাবে পোস্টার করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় না। এ বিষয়ে জেলা প্রশাসন ও জেলা পুলিশকে লিখিতভাবে জানানো হয়েছে।’

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে