X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সাজা ছাড়াই ৩ বছর কারাগারে থাকা ব্যক্তির পরিচয় মিলেছে  

ঝিনাইদহ প্রতিনিধি
১৬ আগস্ট ২০২২, ২২:০৭আপডেট : ১৬ আগস্ট ২০২২, ২২:০৭

সাজা ছাড়াই ঝিনাইদহ কারাগারে তিন বছর ধরে আটক থাকা ব্যক্তির পরিচয় মিলেছে। তার নাম মৃণাল রায়। বাড়ি নীলফামারী সদর উপজেলার ১ নম্বর চওড়া বড়গাছী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চওড়া গ্রামে। তিনি ওই গ্রামের যতীন্দ্র নাথ রায়ের ছেলে। গত ৩১ জুলাই কারাগারে বন্দি ওই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির পরিচয় শনাক্ত করতে আদেশ দেন ঝিনাইদহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস। এরপর বিভিন্ন গণমাধ্যমে ‘মামলা নেই, নেই আদালতের সাজাও, তবুও ৩ বছর জেলহাজতে প্রতিবন্ধী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়। 

মৃণাল রায়ের মামা চিনেন্দ্র নাথ রায় বলেন, আমার ভাগ্নে গত ৭-৮ বছর ধরে নিখোঁজ। বিভিন্ন স্থানে সন্ধান করেও তাকে পাওয়া যায়নি। অবশেষে তার সন্ধান মিলেছে। শিগগিরই তাকে ঝিনাইদহে আসবো।

তিনি আরও বলেন, মৃণাল ও ভবেশ চন্দ্র রায় এরা দুই ভাই। তাদের বাবা অসুস্থ অবস্থায় শয্যাশায়ী। অনেকদিন হলো মা মারা গেছেন। মৃণাল বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। সে কথা বলতে পারে না।

জানা গেছে, ঝিনাইদহ থানার এসআই মোহাম্মদ ইউসুফ শেখ ২০১৯ সালের ১৪ নভেম্বর লোকটিকে ঝিনাইদহ সদরের নগরবাথান এলাকার স্থানীয় লোকজনের হেফাজত থেকে উদ্ধার করে সেফ কাস্টডির জন্য আদালতে পাঠান। 

পরে ঝিনাইদহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস আদেশে উল্লেখ করেন, নাম-ঠিকানাবিহীন অজ্ঞাত পুরুষটি একজন বুদ্ধি ও বাক প্রতিবন্ধী। বিনা বিচারে কাউকে জেল হাজতে আটক রাখা ন্যায়বিচার ও মানবাধিকার সংক্রান্ত নীতিমালার পরিপন্থী। অজ্ঞাতনামা ব্যক্তিকে অবিলম্বে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে তার নাম-ঠিকানা উদঘাটন করা প্রয়োজন। ঝিনাইদহ নির্বাচন অফিসে নিয়ে আঙুলের ছাপ ম্যাচিং করে আদেশ প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে ওই ব্যক্তির বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। এছাড়াও লোকটি রোহিঙ্গা কিনা তা যাচাই-বাছাই করে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্ট এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) সমূহের পুলিশ সুপার ও ওসিকে নির্দেশ দেওয়া হয়। পরে গত ৩ আগস্ট ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার আদালতকে অবগত করেন যে ওই ব্যক্তির কোনও তথ্য পাওয়া যায়নি।

এদিকে ঝিনাইদহের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন যে, এত দ্রুত সাফল্যের দেখা পাবো ভাবিনি। গত ৩১/৭/২০২২ তারিখে ঝিনাইদহ জেলা কারাগারে আটক ওই লোকটির নাম-ঠিকানা উদ্ধারের জন্য আদেশ দেই। (এটা নিয়ে ৪/৮/২০২২ তারিখে আমি ফেসবুকে পোস্ট দিই) বিষয়টি ব্যাপকভাবে মিডিয়া কাভারেজ পায় এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। সেই সূত্রে রবিবার দুপুরে জানতে পারি এই লোকটির নাম মৃণাল রায়। তার বাড়ি নীলফামারী সদর উপজেলার দক্ষিণ চাওড়া গ্রামে। অসহায় লোকটিকে তার বাড়ির ঠিকানার সন্ধান দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

/টিটি/
সম্পর্কিত
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
কুড়িগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালককে শোকজ
৬ মামলায় জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা