X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘বিশ্বে মাথা উঁচু করে থাকা সাহসী নেত্রীর নাম শেখ হাসিনা’

যশোর প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২২, ২২:৩৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ২২:৫৬

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘এক সময়ের অচেনা বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থাপন করেছেন। তিনি বিশ্বকে চমকে দিয়েছেন। বিশ্বে মাথা উঁচু করে থাকা সাহসী এক নেত্রীর নাম শেখ হাসিনা।’

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকালে যশোরের পল্লীতে প্রবীণ ও শিশুদের জন্য ‘আমাদের বাড়ি’ নিবাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, ‘অত্যন্ত সজ্জন মানুষ প্রফেসর ডা. এম এ রশিদ। তিনি প্রবীণ ও শিশুদের প্রতি সম্মান রেখে তার নিবাসের নাম রেখেছেন, তাদের কল্যাণে তৈরি করেছেন আমাদের বাড়ি।’

এত বড় একটি কর্মযজ্ঞে উপস্থিত থাকতে পেরে আমি উচ্ছ্বসিত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের বাড়ি নিবাসে দরিদ্র মানুষ থাকা-খাওয়া ও চিকিৎসাসহ লেখাপড়া ও কর্মমুখী শিক্ষালাভ করতে পারবেন। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের।’ আমাদের বাড়ি নিবাস ঘিরে সোলার বাতি দিয়ে স্থানীয় সড়কগুলো আলোকিত করে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ প্রমুখ

বিশেষ অতিথির বক্তব্যে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘আপনাদের প্রচেষ্টায় আজ আমাদের বাড়ি নিবাস তৈরি হয়েছে। যাতে এরকম নিবাস আরও তৈরি করা যায়, সে চেষ্টা করে যান আপনারা। বর্তমান সরকার নারীর ক্ষমতায়নের মাধ্যমে দেশের অর্থনীতির আমূল পরিবর্তন এনেছে। সে কারণে আমরা যে যে পেশায় থাকি না কেন, আমাদের দায়িত্ব হলো উন্নয়নকাজকে এগিয়ে নিয়ে যাওয়া। সে কাজের অংশ হিসেবে প্রফেসর ডা. এম এ রশিদ নাটুয়াপাড়ায় আমাদের বাড়ি গড়ে তুলেছেন।’

করোনা মহামারিতে সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা উল্লেখ করে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, ‘সারাবিশ্ব যখন করোনা মহামারিতে বিপর্যস্ত, ঠিক সে সময়ে জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কষ্ট লাঘবে ভিজিএফের মাধ্যমে খাদ্য বিতরণ ও মানুষের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছেন। দেশের জনসংখ্যার শতকরা ৭০ ভাগ প্রাপ্তবয়স্ক মানুষকে করোনার টিকার আওতায় এনেছেন।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের কষ্টের কথা উল্লেখ করে এমপি কাজী নাবিল আহমেদ বলেন, ‘জনবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে দেশব্যাপী খোলাবাজারে স্বল্পমূল্যে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এ অবস্থা খুব শিগগিরই প্রশমিত হবে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার নারীর ক্ষমতায়নের মাধ্যমে দেশের অর্থনীতির আমূল পরিবর্তন এনেছে। সে কারণে আমরা যে যে পেশায় থাকি না কেন, আমাদের দায়িত্ব হলো উন্নয়নকাজকে এগিয়ে নিয়ে যাওয়া। সে কাজের অংশ হিসেবে প্রফেসর ডা. এম এ রশিদ নাটুয়াপাড়ায় আমাদের বাড়ি গড়ে তুলেছেন।’

‘আমাদের বাড়ি’ নিবাস উদ্বোধন

যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল, খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী, জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, সমাজসেবা অধিদফতরের উপপরিচালক অসিম কুমার সাহা ও প্রফেসর ডা. এমএ রশিদ প্রমুখ।

‘আমাদের বাড়ি নিবাস’

যশোর শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সদর উপজেলার নাটুয়াপাড়া গ্রামে ‘আমাদের বাড়ি’ নামে সমন্বিত প্রবীণ ও শিশু নিবাস গড়ে তোলা হয়েছে। এই উদ্যোগ বাংলাদেশে প্রথম। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জিএমএসএস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছে।

আমাদের বাড়ির স্বপ্নদ্রষ্টা জিএমএসএস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. এম এ রশিদ বলেন, ‘প্রায় দুই একর জমির ওপর এটি নির্মিত। চারতলা ভবনটিতে ১৫০ জন বসবাস করতে পারবেন। এই কম্পাউন্ডের চারপাশে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল, মহিলা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে তারা লেখাপড়া শিখতে পারবে। প্রবীণদের জন্য এখানে কৃষিকাজ, বাগান করা, পোলট্রি, গরু-ছাগলের খামার ও মাছ চাষ করার সুযোগ আছে। রয়েছে শরীরচর্চা, প্রাথমিক চিকিৎসাসেবার সব ধরনের সুবিধা। এমনকি ইসিজি, এক্স-রেসহ প্যাথলজিক্যাল পরীক্ষা, বার্ষিক স্বাস্থ্য চেকআপ ও জরুরি প্রয়োজনে নিজস্ব অ্যাম্বুলেন্সে শহরের দুটি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা আছে। ছোট-বড় সবার জন্যই রয়েছে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা।’

তিনি বলেন, ‘এই মুহূর্তে এখানে বসবাসের জন্য প্রায় ৭০ জনের ডাটাবেজ করা হয়েছে। ১২ জন অবস্থান করছেন। উদ্বোধনের পর সবার থাকার ব্যবস্থা করা হবে। সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী ৩০ ভাগ খরচ বিনামূল্যে রাখা হবে। ৭০ ভাগ থাকবে যৌক্তিক মূল্যে। এটা সম্পূর্ণ অলাভজনক সামাজিক প্রতিষ্ঠান বলে দানশীলরা আর্থিক সহায়তা দিয়ে সামাজিক অবদানে অংশ নেওয়ার সুযোগ পাবেন।’

/এএম/
সম্পর্কিত
যশোরে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন কাজী নাবিল এমপি
একটি ভাষণের মধ্য দিয়ে একটি জাতির জন্ম হয়: কাজী নাবিল
২৫ মার্চ গণহত্যার উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে নিঃশেষ করা: কাজী নাবিল এমপি
সর্বশেষ খবর
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি