X
রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
৯ আশ্বিন ১৪২৯

নিজ জেলায় সংবর্ধনা পেলেন সাফজয়ী সাবিনা

সাতক্ষীরা প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ২২:৪৬

সাফ নারী চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছেন বাংলাদেশের মেয়েরা। দলের অধিনায়ক সাবিনা খাতুন ও ডিফেন্ডার মাসুরা পারভীনের জেলা সাতক্ষীরায় বইছে আনন্দের জোয়ার। সাফ জয়ের পর প্রথমবারের মতো শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভোরে সাতক্ষীরায় পা রাখেন সাবিনা। এরপর সকালে তাকে সংবর্ধনা দেয় জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সংগঠন।

জানা গেছে, ভোরে ঢাকা থেকে সাতক্ষীরা শহরের সবুজবাগের বাড়িতে আসেন সাবিনা খাতুন। এরপর ওরিয়ন স্পোর্টিং অ্যাকাডেমির আয়োজনে তাকে সার্কিট হাউজে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেখানে জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন সংগঠন তাকে সংবর্ধনা দেয়।

সার্কিট হাউজের সামনে থেকে সাবিনাকে খোলা পিকআপে নিয়ে শহরে শোভাযাত্রা বের হয়। এ সময় সড়কের দুই ধারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে হাত নেড়ে ও ফুল ছিটিয়ে অভিবাদন জানান। সাবিনাও সবাইকে হাত নেড়ে ও ফুল ছিটিয়ে অভিবাদনের জবাব দেন। পুরো শহর প্রদক্ষিণ শেষে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। 

আরও পড়ুন: মিষ্টি ও ফুল নিয়ে সাবিনা-মাসুরার বাড়িতে ডিসি

সাবিনা খাতুন বলেন, ‘মাঠে নামার আগে দেশের মানুষ যেভাবে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সাপোর্ট করেছে, তাতে আমাদের খুব ভালো লেগেছে। আজকে জেলাবাসী আমাকে অভিবাদন জানিয়েছেন এবং যে সম্মাননা দেখিয়েছেন সেজন্য তাদের কাছে কৃতজ্ঞ। আগামীতে নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্টা করবো।’

শোভাযাত্রার সময় সাবিনার সঙ্গে পিকআপে ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, সহ-সভাপতি  আশরাফুজ্জামান আশু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে সাবিনা ও মাসুরার বাড়িতে মিষ্টি ও ফুল নিয়ে হাজির হন জেলা প্রশাসক (ডিসি) হুমায়ুন কবীর। এ সময় তিনি বলেন বলেন, সাতক্ষীরায় ফিরলে সাবিনা ও মাসুরাকে জমকালো সংবর্ধনা দেওয়া হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
মেয়েদের জন্য আলাদা খেলার মাঠ চাইলেন সাবিনা
মেয়েদের জন্য আলাদা খেলার মাঠ চাইলেন সাবিনা
সাবিনা ও তার মাকে সংবর্ধনা দিলো জেলা প্রশাসন
সাবিনা ও তার মাকে সংবর্ধনা দিলো জেলা প্রশাসন
সাপে কাটলে ওষুধ মিলবে?
সাপে কাটলে ওষুধ মিলবে?
‘সবাই এভাবে বরণ করবে স্বপ্নেও ভাবিনি’
‘সবাই এভাবে বরণ করবে স্বপ্নেও ভাবিনি’
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
পরীক্ষায় বসে ফেসবুকে লাইভ, দুই শিক্ষার্থী বহিষ্কার
পরীক্ষায় বসে ফেসবুকে লাইভ, দুই শিক্ষার্থী বহিষ্কার
দুই গ্রুপের কোন্দলে মধ্যরাতে উত্তপ্ত ইডেন কলেজ
দুই গ্রুপের কোন্দলে মধ্যরাতে উত্তপ্ত ইডেন কলেজ
রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণে ১০০ নাগরিকের বিবৃতি
রামনাথ বিশ্বাসের বসতভিটা পুনরুদ্ধার ও সংরক্ষণে ১০০ নাগরিকের বিবৃতি
এতদিন কোথায় ছিলেন রহিমা?
এতদিন কোথায় ছিলেন রহিমা?
এ বিভাগের সর্বশেষ
মেয়েদের জন্য আলাদা খেলার মাঠ চাইলেন সাবিনা
মেয়েদের জন্য আলাদা খেলার মাঠ চাইলেন সাবিনা
সাবিনা ও তার মাকে সংবর্ধনা দিলো জেলা প্রশাসন
সাবিনা ও তার মাকে সংবর্ধনা দিলো জেলা প্রশাসন
‘সবাই এভাবে বরণ করবে স্বপ্নেও ভাবিনি’
‘সবাই এভাবে বরণ করবে স্বপ্নেও ভাবিনি’
মিষ্টি ও ফুল নিয়ে সাবিনা-মাসুরার বাড়িতে ডিসি
মিষ্টি ও ফুল নিয়ে সাবিনা-মাসুরার বাড়িতে ডিসি
মুছে ফেলা হলো ক্রস, ভাঙা হচ্ছে না মাসুরার ঘর
মুছে ফেলা হলো ক্রস, ভাঙা হচ্ছে না মাসুরার ঘর