X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পর্যটকশূন্য মুজিবনগর কমপ্লেক্স: বছরে রাজস্ব হারাচ্ছে অর্ধকোটি টাকা

আবু আক্তার করন, মেহেরপুর
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০০আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫৯

করোনার ধকল কাটিয়ে উঠতে পারছে না ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্স। করোনাকালে সারা দেশের বিভিন্ন স্পটের মতো ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্সও লকডাউন হয়ে পড়ে। দর্শনার্থী ও পর্যটকদের পদচারণায় মুখরিত মুজিবনগরে এখন যেন সুনসান নীরবতা। লকডাউন ও করোনা শেষ হলেও মুজিবনগর কমপ্লেক্সে নেই আগের মতো পর্যটক। এতে বছরে অর্ধকোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। মুজিবনগরকে ঘিরে ব্যবসায়ী, ভ্যানচালকসহ অন্য পেশার কয়েকশ’ মানুষ বেকার হয়ে পড়েছে। অনেকে পেশা বদলিয়ে অন্য পেশায় জীবিকা নির্বাহ করছেন।

১৯৭১ সালে ১৭ এপ্রিল সীমান্তবর্তী জেলা মেহেরপুরের মুজিবনগরের বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকার শপথগ্রহণ করে। এরপর থেকে এই স্থানটির নামকরণ করা হয় মুজিবনগর। সারা বছর দেশের বিভিন্ন জেলা থেকে ঐতিহাসিক মুজিবনগর দেখতে ভিড় করতেন পর্যটক ও দর্শনার্থীরা। তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠতো স্থানটি। এখানে এসে জানতে পারতেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। দেশ ছাড়িয়ে বিদেশি পর্যটকদেরও পছন্দের স্থান ছিল এটি। বছরে এই কমপ্লেক্স ঘিরে অর্ধকোটি টাকা রাজস্ব পেতো সরকার। মুজিবনগর কমপ্লেক্সকে আরও আধুনিক করতে সরকার যখন হাজার কোটি টাকার নতুন পরিকল্পনা করছেন তখন পর্যটকশূন্য ঐতিহাসিক স্থানটি। ২০১৯ সালে মহামারি করোনার সময় স্থানটি লকডাউন করা হয়। এরপর থেকে পর্যটক ও দর্শনার্থী কমতে শুরু করে। করোনা কেটে গেলেও এর প্রভাব কাটেনি মুজিবনগর কমপ্লেক্সে। শীতকালে প্রতিদিন কয়েকশ’ বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসতেন স্থানটি দেখতে। কমপ্লেক্সের ব্যবসায়ী, মিনি শিশুপার্ক, ভ্যানচালকসহ নানান পেশার কয়েকশ’ মানুষ এখন বেকার হয়ে পড়েছেন।

পর্যটকশূন্য মুজিবনগর কমপ্লেক্স: বছরে রাজস্ব হারাচ্ছে অর্ধকোটি টাকা

কমপ্লেক্স চত্বরের খেলনা ব্যবসায়ী সুজন মিয়া জানান, করোনার আগে মুজিবনগর কমপ্লেক্স চত্বরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকতো। আগের মতো এখন আর পর্যটক আসে না। অনেকে দোকান তুলে নিয়েছে। বেচাবিক্রি না থাকায় অনেকে পেশা বদলিয়ে অন্য পেশায় চলে গেছে। কোনোরকম টিকে আছি আমরা। সারা দিনে যা আয় হয় তাতে সংসার চালানো কষ্টসাধ্য। এর আগে প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার টাকার বেচাবিক্রি করতাম। তখন বিভিন্ন স্কুল কলেজের ছেলেমেয়েরা ঘুরতে আসতো, কেনাকাটা করতো। বেচাকেনাও হতো ভালো। এখন লোকজন নেই বললেই চলে।

কমপ্লেক্সে চত্বরের ভ্যানচালক আলেক হোসেন বলেন, ‘পর্যটক না থাকায় ভ্যান চালিয়ে সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। অনেকে ভ্যান চালানো ছেড়ে অন্য পেশায় চলে গেছে। আগে দিনে হাজার টাকা আয় করতাম। এখন ২০০ টাকা আয় করাও অসম্ভব হয়ে পড়েছে। কোনোরকম দিন চলছে। পর্যটক বেশি এলে সেদিন বেশি টাকার কাজ হয়। আগে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ গাড়ি আসতো। এখন ২০টা আসে না।’

পর্যটকশূন্য মুজিবনগর কমপ্লেক্স: বছরে রাজস্ব হারাচ্ছে অর্ধকোটি টাকা

মুজিবনগর স্মৃতিসৌধের কেয়ারটেকার সুভাষ মল্লিক জানান, স্মৃতিসৌধ এলাকায় দর্শনার্থীদের এত ভিড় থাকতো যে খাওয়ার সময় পেতাম না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের এই ঐতিহাসিক স্থানটির ইতিহাস জানাতাম। এখন আগের মতো দর্শনার্থী না থাকায় সারা দিন অলস সময় পার করি।

মুজিবনগর ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থী জানান, করোনার আগে যখন আমরা এই ঐতিহাসিক স্থানে এসেছি তখন পুরো চত্বরজুড়ে দর্শনার্থীদের ভিড় ছিল। এখন অনেকটাই নীরবতা। আগের মতো দর্শনার্থী নেই। স্থানটিকে পর্যটকমুখী করতে সেখানকার অসমাপ্ত কাজগুলো দ্রুত করার কথা জানান আগত দর্শনার্থীরা।

মুজিবনগর কমপ্লেক্সের সাবেক ইজারাদার নুর ইসলাম বলেন, ‘গত তিন বছর মুজিবনগর পিকনিক কর্নার ও যানবাহন স্ট্যান্ড কোনও ইজারাদার কিনতে চায়নি। আগের মতো এখন আর গাড়ি আসে না। আমাদের সময় বছর শেষে ২৫ থেকে ৩০ লাখ টাকা আয় হয়েছে। পর্যটক না আসায় সরকার রাজস্ব হারাচ্ছে।’

পর্যটকশূন্য মুজিবনগর কমপ্লেক্স: বছরে রাজস্ব হারাচ্ছে অর্ধকোটি টাকা

বাগোয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আয়ুব হোসেন জানান, সরকার এই ঐতিহাসিক স্থানটি থেকে রাজস্ব আয় করতো। বর্তমানে মুজিবনগর পর্যটকশূন্য হয়ে পড়েছে। সরকারের নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়নসহ পর্যটকদের মুজিবনগরমুখী করতে নানা উদ্যোগ গ্রহণের কথা জানান এই জনপ্রতিনিধি।

মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম জানান, আবাসিক ব্যবস্থা বেশি থাকলে মুজিবনগরে পর্যটক আসবে। দূরদূরান্তের পর্যটকরা দিনের মধ্য ফিরে যায়। সেই সঙ্গে মুজিবনগরকে আরও আধুনিক ও নতুন করে সাজাতে পারলে পর্যটক ফিরবে বলেও মনে করেন তিনি। সেই সঙ্গে পর্যটকদের আকর্ষণ করাসহ তাদের আবাসিক ও নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখতে হবে।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
আলাপচারিতায় ব্যারিস্টার আমীর উল ইসলাম ও মানস ঘোষমুজিবনগরে স্বাধীনতার ঘোষণাপত্র ও সংবাদ সংগ্রহ
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ উদযাপন
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
সর্বশেষ খবর
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া