ক্রিকেটের তিন ফরম্যাটে অধিনায়ক নির্বাচিত হওয়ায় মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের সহপাঠী ও বন্ধুরা মিষ্টি বিতরণ করেছেন। রবিবার (১৩ আগস্ট) রাতে শহরের পুরাতন বাজার এলাকায় একটি দোকানে তারা এ আয়োজন করেন।
সাকিবের বন্ধু খান নয়ন বলেন, ‘সাকিবের অধিনায়কত্ব এর আগেও আমরা দেখেছি। কিন্তু এবারই সম্ববত প্রথম যে সে তিন ফরম্যাটে ক্যাপটেন্সির দায়িত্ব পেলো। এতে আমরা সব বন্ধুরা খুব খুশি, সেই সঙ্গে মাগুরাবাসীও।’
সাকিবের আরেক বন্ধু তারেক বলেন, ‘সামনে বিশ্বকাপ ক্রিকেট। এসময়ে সাকিব বাংলাদেশ দলকে আরো এগিয়ে নেবে বলে আমরা প্রত্যাশা করি।’
ইসলামপুর পাড়ায় মিষ্টির এই আয়োজনে অংশ নেন স্থানীয়রাও। স্থানীয় চায়ের দোকানদার মোহামেডান বলেন, ‘সাকিব আমাদের গর্ব। তার কাছে মাগুরাবাসী তথা দেশের প্রত্যাশা আকাশ সমান। আমরা জানি, সে অধিনায়ক হিসেবেও সফল, এবারও সফল হবে সে।’
মাগুরার ব্যবসায়ী রুহুল আমীন বলেন, ‘সাকিবের তিন ফরম্যাটে ক্যাপটেন্সি খুব বড় ধরনের দায়িত্ব। এ মুহূর্তে তাকে যোগ্য মনে করেছে বলেই সে এই দায়িত্বে। আশা করি সে ভালো খেলবে।’