খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সভাপতি করা হয়েছে রুদ্রনীল সিংহ শুভকে। এ ছাড়া তরিকুল ইসলাম তিলককে সহ-সভাপতি, এ কে এম নিবিড় রেজাকে সাধারণ সম্পাদক, গোলাম রাব্বি সিয়ামকে যুগ্ম-সাধারণ সম্পাদক, রাগীব আহসান মুন্না ও সুজাউল করিমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এর মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে।