X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

গণসংযোগকালে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি: কাজী নাবিল

যশোর প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৪, ১৩:৫৭আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৩:৫৯

যশোর শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘নির্বাচনি প্রচারণাকালে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। আমাদের সব নেতাকর্মী মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। তাদের কাছ থেকে উৎসাহ পাচ্ছি। আমরা সরকারের উন্নয়নের তথ্য দিচ্ছি এবং তাদের দাবি শুনে বিবেচনার আশ্বাস দিচ্ছি। আগামী ৭ জানুয়ারি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ হবে। আমার বিশ্বাস, দেশব্যাপী উন্নয়ন কর্মকাণ্ডের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রেখে তারা নৌকায মার্কায় ভোট দিয়ে আমাদের বিজয়ী করবে।’

দ্বাদশ সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে নৌকা মাঝি কাজী নাবিল আহমেদ। প্রতিদিন সকাল থেকে রাত অবধি নির্বাচনি এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গণসংযোগ আর পথসভা করছেন এই প্রার্থী। গণসংযোগকালে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিতে জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছেন।

গণসংযোগকালে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি: কাজী নাবিল

বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় এলাকাভিত্তিক প্রচারণায় নামেন। শুরুতে যশোর শহরের বকুলতলায় দলিল লেখক সমিতি ও অটো থ্রি হুইলার সমিতির কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি তাদের উদ্দেশে বক্তব্য রাখেন ও নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। এরপর শহরের খড়কি এলাকায় কর্মীসভায় অংশ নেন। পরে ওই এলাকায় ও বাড়ি বাড়ি গিয়ে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি শান্তি-সম্প্রীতির ধারা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সরব প্রচারণা চালান।

গণসংযোগকালে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি: কাজী নাবিল

গণসংযোগকালে কাজী নাবিল আহমেদের সঙ্গে জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন মিলন, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজিবুল আলমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
যত দ্রুত সম্ভব নির্বাচন হবে, যুক্তরাষ্ট্রকে জানিয়েছে সরকার
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন: প্রেস সচিব
সর্বশেষ খবর
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল