X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

মেহেরপুরে তীব্র শীতে দিনমজুর ও ছিন্নমূল মানুষের ভোগান্তি 

মেহেরপুর প্রতিনিধি 
১৪ জানুয়ারি ২০২৪, ০২:১০আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০৯:৩৩

গত কয়েকদিন ধরে মেহেরপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। দিনের চেয়ে রাতে শীতের তীব্রতা বেড়েই চলেছে। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জীবনযাত্রা। জীবিকার তাগিদে শীত উপেক্ষা করে রাস্তায় বের হচ্ছেন খেটে খাওয়া মানুষজন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল মানুষ। 

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় জবুথবু অবস্থা সবার। এদিন কাজ না পেয়ে বেশিরভাগ কৃষিশ্রমিক বাড়ি ফিরে গেছেন। কাজ না পাওয়ায় আর্থিক সংকটে পড়েছেন দিনমজুররা। পাশাপাশি রিকশা, ইজিবাইক চালকরাও কষ্টের মধ্যে পার করেছেন দিন। শীতের কারণে মানুষজন রাস্তা বের না হওয়ায় আয়-রোজগার কমেছে তাদের। মেহেরপুরে তীব্র শীতে দিনমজুর ও ছিন্নমূল মানুষের ভোগান্তি 

সকালে যাদবপুর মোড়ে বুড়িপোতা গ্রাম থেকে কাজের সন্ধানে আসা দিনমজুর লিয়াকত আলী বলেন, দুই দিন ধরে কাজ না পেয়ে ফিরে যাচ্ছি। আজকেও কাজের জন্য কেউ ডাকেনি। ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে মাঠের কোনও কাজ পাচ্ছি না। এই শীতে কাজ করতে খুব কষ্ট হয়। তবু পেটের দায়ে কাজে আসতে হচ্ছে। 

কাজের সন্ধানে আসা আশরাফপুর গ্রামের আয়ুব হোসেন বলেন, শীত আমাদের জীবনে অভিশাপ হয়ে আসে। এই সময় কাজ না থাকায় পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দেওয়াটা কষ্টের হয়ে পড়ে। জমানো টাকাও শেষ হয়ে গেছে। আমার মতো শতাধিক শ্রমিক কাজ না পেয়ে ফিরে যাচ্ছেন গত কয়েকদিন। 

জেলা শহরে শনিবার সন্ধ্যার পর থেকে হিমেল হাওয়ার পাশাপাশি হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। সঙ্গে ঘন কুয়াশায় সড়কগুলোতে যানবাহনের চাপ কমেছে। জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে সাধারণ মানুষের চলাচল দেখা যায়নি। তবে শহরের খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে কিছুটা শীত নিবারণের চেষ্টা করছেন। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে সবচেয়ে বিপাকে পড়েছেন তারা। 

রাত ৮টার দিকে শহরের বড় বাজার এলাকায় রিকশাচালক জাহিদ হোসেন বলেন, গত কয়েকদিন ধরে রিকশা চালিয়ে ২০০ টাকা আয় করাও কষ্টকর হয়ে যাচ্ছে। সন্ধ্যার পর রাস্তাঘাট একেবারেই ফাঁকা হয়ে যাচ্ছে। আগে সকাল থেকে রাত পর্যন্ত ৫০০ টাকা আয় হতো। শৈত্যপ্রবাহ শুরুর পর থেকে অর্ধেকের নিচে নেমেছে আয়। এত শীতের মধ্যে রিকশা চালাতেও খুব কষ্ট হচ্ছে। তবু জীবিকার তাগিদে বের হই। সরকারি বা ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত কারও কাছ থেকে গরম কাপড় না পাওয়ার কথাও জানান জাহিদ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করলেও তা পর্যাপ্ত না। এখন পর্যন্ত জেলায় বিভিন্ন দানশীল ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায়নি। 

মৃদু এই শৈত্যপ্রবাহ আরও দুই দিন থাকবে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান হক। তিনি বলেন, তাপমাত্রা স্বাভাবিক থাকলেও ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় বেশি শীত অনুভূত হচ্ছে। রাতে বেশি কুয়াশা পড়ছে, দিনেও তা থাকছে। এজন্য মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। 

/এমএস/এএম/
সম্পর্কিত
বইছে শৈত্যপ্রবাহ, কেমন যাবে পুরো সপ্তাহ?
তিস্তার বাঁধ ভেঙে শীতকালেও বন্যা, পানির নিচে পেঁয়াজ-আলু-ভুট্টা
স্টেপিং-স্টোন ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
সর্বশেষ খবর
ছেলেবেলার ক্লাবের শেয়ার বিক্রি করে দিচ্ছেন রোনালদো
ছেলেবেলার ক্লাবের শেয়ার বিক্রি করে দিচ্ছেন রোনালদো
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ভারত-বাংলাদেশ সম্পর্কে নাটকীয় উন্নতি হয়েছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
মুক্তিযোদ্ধাকে মারধর, আ.লীগ নেতার ভাগনে কারাগারে
মুক্তিযোদ্ধাকে মারধর, আ.লীগ নেতার ভাগনে কারাগারে
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
ইন্দোনেশিয়ার রুয়াং আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত,সর্বোচ্চ সতর্কতা জারি
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়