X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মেধায় টিকেও এক লাখ টাকার জন্য মেরিন একাডেমিতে ভর্তি হতে পারছেন না শামীম

সাতক্ষীরা প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৮

সুযোগ পেয়েও মেরিন একাডেমিতে ভর্তিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে সাতক্ষীরা শহরের চা বিক্রেতার ছেলে শামীম কবির নিরবের। এমন সুযোগ পাওয়ার খুশি হতে পারছেন না শুধুমাত্র পারিবারিক অসচ্ছলতার কারণে। ভর্তি হতে প্রয়োজন ৫০ হাজার টাকা। এ ছাড়া মেডিক্যাল পরীক্ষাসহ বিভিন্ন খরচ দিয়ে তার এখন প্রায় এক লাখ টাকা প্রয়োজন। কিন্তু গরিব বাবার পক্ষে এতগুলো টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই মেরিনে ভর্তি নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন।

মেধা তালিকায় ৩৫তম স্থান অধিকারী শামীম কবির নিরব বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামে ভর্তির সুযোগ পেয়েছেন।

সাতক্ষীরা শহরের শিশু হাসপাতালের বিপরীতে বাবা ছিদ্দিক মোড়ল চা বিক্রি করেন। এর আগে ২০২০ সালে সাতক্ষীরা পুলিশ লাইন্স স্কুল থেকে মাধ্যমিকে জিপিএ-৫ এবং ২০২২ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।

শামীম বলেন, গত ২৭ জানুয়ারি মেরিন ক্যাডেট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি। এতে মেধা তালিকায় ৩৫তম স্থান অধিকার করেছি। ভর্তি হতে ৫০ হাজার টাকা লাগবে। এ ছাড়া মেডিক্যাল পরীক্ষায় ১০ হাজার টাকাসহ অন্যান্য খরচ দিয়ে প্রায় এক লাখ টাকার মতো লাগবে বলে জেনেছি। আমার বাবা চায়ের দোকানি। দরিদ্র পরিবারে জন্ম, করার কিছু নেই। ভর্তি হতে পারবো কিনা জানি না।

শামীমের বাবা ছিদ্দিক মোড়ল বলেন, তিন ছেলের মধ্যে শামীম বড়। ছেলের সাফল্যে আমরা অনেক খুশি। ছোট একটা চায়ের দোকানে পাঁচ জনের সংসার চলে। যশোর ক্যান্টনমেন্ট কলেজ পড়াতে গিয়ে ছেলের পেছনে অনেক টাকা খরচ হয়েছে। অনেক কষ্টে প্রতি মাসে সেই টাকা জুগিয়েছি। বর্তমান বাজারে সব জিনিসের যে দাম তাতে আমাদের পাঁচ জনের সংসার ঠিক মতো চলে না। ভর্তির এত টাকা পাবো কোথায়? কোনও দানশীল ব্যক্তি যদি তার লেখাপড়ার ভার বহন করে কৃতজ্ঞ থাকবো। যদি আমার ছেলের বৃত্তির ব্যবস্থা করেন তাহলে আমার ছেলে পড়ালেখা চালিয়ে যেতে পারবে।

কেউ সহায়তা করতে চাইলে এই নম্বরে ০১৭২৭০১৩৯৮৪ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন শামীমের পরিবার। বাবার সঙ্গে দোকানে কাজ করেও এসএসসিতে গোল্ডেন ‘এ প্লাস’ পেয়েছিলেন শামীম। আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি হতে না পারলে আসন শূন্য ঘোষণা করবে মেরিন একাডেমি।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনে অনিয়ম হলে কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে: ইসি হাবিব
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা