X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

যশোরে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী বৈশাখী মেলা

যশোর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৪, ২২:৩২আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ২২:৩২

যশোরে ১০ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে যশোর টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে আয়োজিত সংক্ষিপ্ত সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার এই লোকজ সাংস্কৃতিক উৎসব ও বৈশাখী মেলার উদ্বোধন করেন। মেলা চলবে ৯ বৈশাখ ১৪৩১ পর্যন্ত।

সম্মিলিত সাংস্কৃতিক জোট ও যশোর ইনস্টিটিউটের যৌথ আয়োজনে এই উৎসব এবং মেলা জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে।

লোকজ সাংস্কৃতিক উৎসব ও বৈশাখী মেলা-১৪৩১ উদযাপন কমিটির আহ্বায়ক স্থানীয় সরকার বিভাগের উপসচিব রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু, মেলা কমিটির সদস্য সচিব সানোয়ার আলম খান দুলু প্রমুখ।

এবার উৎসবে যশোর এবং আশপাশের বিভিন্ন উপজেলা থেকে প্রায় ১৩০টি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করবে। অনুষ্ঠান চলাকালে বাংলা সংস্কৃতির পরিচয়বাহী কবিগান, পটগান, গম্ভীরা, জারিগান, সঙযাত্রা, লাঠিখেলা, সাপ খেলাসহ গ্রাম বাংলার লোকজ আঙ্গিক ধারাবাহিকভাবে প্রদর্শিত হবে।

অনুষ্ঠান দুই ভাবে ভাগ করা হয়েছে। প্রতিদিন বিকাল থেকে সব সাংস্কৃতিক সংগঠনের শিশুদের নিয়ে থাকবে শিশুতোষ আয়োজন। সন্ধ্যা থেকে সাংস্কৃতিক সংগঠনগুলো নিজ নিজ অনুষ্ঠান উপস্থাপন করবে।

আয়োজকরা জানান, গম্ভীরা পরিবেশনের জন্য চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে যোগাযোগ করা হয়েছে। কবিগানের শিল্পীরা আসবেন নড়াইল ও খুলনার ডুমুরিয়া থেকে। পটগান ও জারিগানের জন্য নড়াইল ও খুলনা তেরখাদায় যোগাযোগ করা হয়েছে। শিল্পীরা আসবেন বলেছেন।

১০ দিনব্যাপী উৎসবে প্রায় ১০ লাখ টাকা বাজেট ধরা হয়েছে জানিয়ে আয়োজকরা বলেন, সমস্ত অনুষ্ঠানে চিরায়ত বাংলার লোকজ সংস্কৃতিকে উপস্থাপনে সর্বোচ্চ চেষ্টা করা হবে। অনুষ্ঠানে মোট ৬০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। যেখানে আমাদের কুটির ও হস্তশিল্পের পণ্য পাওয়া যাবে।

/এএম/
সম্পর্কিত
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
পুণ্যস্নানে হাজারো ভক্তের ভিড়, জমজমাট লোকজ উৎসব
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
সর্বশেষ খবর
টেকনাফে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৬
টেকনাফে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৬
সিলেটে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
সিলেটে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
ফোরাম থেকে ব্যারিস্টার খোকনের অব্যাহতির আদেশ প্রত্যাহার
ফোরাম থেকে ব্যারিস্টার খোকনের অব্যাহতির আদেশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন