X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

এক পৌরসভায় ৮ কোটি টাকার টেন্ডার ভাগাভাগির অভিযোগ

যশোর প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৪, ২২:১৭আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ২২:১৭

যশোরের ঝিকরগাছা পৌরসভার সাবেক মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামালের যোগসাজশে চারটি গ্রুপের প্রায় আট কোটি টাকার টেন্ডার ভাগ বাটোয়ারার অভিযোগ উঠেছে। টেন্ডার আইডি নম্বরগুলো হলো- ১০০১৪২২, ১০০২৫৯৪, ১০০২৫৩৪, ১০০২৫৪৩)।

স্থানীয় ঠিকাদারদের অভিযোগ, ই-টেন্ডার নম্বর ০৪/২০২৩-২০২৪ ও ইনভাইটেশন নম্বর ০১/২০২৩-২০২৪ ছাড়াও আরও একটি টেন্ডার নোটিশের মাধ্যমে আহ্বান করেন ঝিকরগাছা পৌরসভার সহকারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আকতারুজ্জামান। একটি নোটিশে টেন্ডার বিক্রয়ের শেষ তারিখ ছিল ৩১ জুলাই এবং দরপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১ আগস্ট। আরেকটি সংশোধনীয় বিজ্ঞপ্তিতে টেন্ডার বিক্রয়ের শেষ তারিখ ছিল ৪ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত এবং দাখিলের শেষ সময় ছিল ৫ আগস্ট বিকাল ৩টা পর্যন্ত। এই টেন্ডারগুলোতে দুর্নীতি-অনিয়ম হয়েছে। সে কারণে টেন্ডারগুলো যাচাই-বাছাই করে বাতিল করে আবারও আহ্বান করার দাবি জানান ঠিকাদাররা। যাতে সব ঠিকাদারের অংশগ্রহণ সম্ভব হয়।

ঝিকরগাছা উপজেলার প্রথম শ্রেণির ঠিকাদার ও সরবরাহকারী হুমায়ুন কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সম্প্রতি পৌর মেয়র ও স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতার যোগসাজশে গোপনে চারটি গ্রুপের সাত কোটি ৯১ লাখ টাকার টেন্ডার ভাগ-বাটোয়ারা হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি থেকে ৫ আগস্ট পর্যন্ত গোটা দেশ আন্দোলনে অচল ছিল। সে সময় কারফিউ চলছিল। অফিস-আদালতে কর্মকর্তা-কর্মচারীরা যাচ্ছিলেন না। ঠিক সে সময় পৌর মেয়র ও আওয়ামী লীগের নেতারা ওই আট কোটি টাকার টেন্ডার ভাগাভাগি করে নিয়েছেন। অবিলম্বে ওই টেন্ডার বাতিল করে আবারও নতুন করে টেন্ডার আহ্বান দাবি জানাচ্ছি আমি।’

এ বিষয়ে ঝিকরগাছা পৌরসভার সহকারী প্রকৌশলী আকতারুজ্জামান বলেন, ‘৫ আগস্ট আমরা সারাদিন অনলাইনে কাজের মাধ্যমে এই টেন্ডারের কাজ সম্পাদন করেছি। সে সময় দেশে কারফিউ চলছিল।’ 

তখন অফিস-আদালতে কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি অনলাইনে হয়েছে।’ নেট ছিল কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না থাকলে ডাউনলোড কীভাবে করেছি।’

এ ব্যাপারে ঝিকরগাছা পৌরসভার প্রশাসক কেএম মামুনুর রশীদ বলেন, ‘৫ আগস্টে সম্পন্ন একটি টেন্ডারের বিষয়ে স্থানীয় ঠিকাদাররা আমার কাছে অভিযোগ দিয়েছেন। আমি ২০ আগস্ট এখানকার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করি। যেহেতু একটা অভিযোগ এসেছে, সে কারণে বিষয়টির যাচাই-বাছাই চলছে। ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। যদি অনিয়ম হয়ে থাকে তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এএম/
সম্পর্কিত
বিজিবির সাবেক ডিজিকে দুদকের জিজ্ঞাসাবাদ
টিউলিপ সিদ্দিককে দুদকে তলব
স্ত্রীসহ সাবেক সংসদ সদস্য কিরণের বিরুদ্ধে দুদকের ২ মামলা
সর্বশেষ খবর
প্রথম রবিবারের ভাষণে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পোপ লিও
প্রথম রবিবারের ভাষণে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন পোপ লিও
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব বিটুসহ কারাগারে ৩
শেখ হাসিনার সাবেক সহকারী প্রেস সচিব বিটুসহ কারাগারে ৩
অতিরিক্ত ঘাম কমাতে এই ১১ টিপস মেনে চলুন
অতিরিক্ত ঘাম কমাতে এই ১১ টিপস মেনে চলুন
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো