X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

ভারী বৃষ্টির পূর্বাভাস, কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে

কুড়িগ্রাম প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০০

ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানিতে কুড়িগ্রামের তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টা জেলার অভ্যন্তর ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাত চলমান থাকার পূর্বাভাস রয়েছে। এ অবস্থায় নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থেকে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) পাউবো, কুড়িগ্রাম থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পাউবো নিয়ন্ত্রণ কক্ষের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এই সময়ে ধরলার পানি কুড়িগ্রাম শহর (ধরলা সেতু) পয়েন্টে ১৩ সেন্টিমিটার, তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে ২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া পয়েন্টে ১১ সেন্টিমিটার এবং চিলমারী পয়েন্টে ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে সবকটি নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাউবো জানায়, অব্যাহত পানি বৃদ্ধির ফলে জেলার সককটি নদ-নদীর পানি বৃদ্ধির সম্ভাবনা থাকলেও তিস্তা ছাড়া অন্য নদ-নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছার সম্ভাবনা নেই। তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করলে এই নদীর কড়িগ্রাম অববাহিকার চরাঞ্চলসহ নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাতে পাউবো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, ব্রহ্মপুত্র ও ধরলায় পানি বাড়লেও তা এখনও বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি দ্রুত বাড়ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। ফলে তিস্তার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এই পানি প্রকৌশলী বলেন, ‘তিস্তার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকলেও ব্রহ্মপুত্র ও অন্যান্য নদ-নদী অববাহিকা প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই। উজানে ভারী বৃষ্টিপাতের কারণে পানি কিছুটা বাড়বে। আগামী সোমবার নাগাদ আবারও কমতে শুরু করতে পারে।’

/এএম/আরআইজে/
সম্পর্কিত
ধোবাউড়ায় নিতাই পাড়ের মানুষের কষ্ট২৫ বছরেও হয়নি স্থায়ী বেড়িবাঁধ, বর্ষা এলেই আতঙ্কে থাকেন তারা
বন্যায় ক্ষতিগ্রস্ত চার জেলায় ৩০০ ঘর হস্তান্তর
বন্যায় ভেসে গেছে সব, ঈদের আনন্দ নেই তাদের ঘরে
সর্বশেষ খবর
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা
নারীবিষয়ক সংস্কার কমিশনকে ঘিরে বিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদে ১১০ নাগরিকের বিবৃতি
নারীবিষয়ক সংস্কার কমিশনকে ঘিরে বিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদে ১১০ নাগরিকের বিবৃতি
বাজেটে এবার কতটা বাড়বে নিত্যপণ্যের দাম?
বাজেটে এবার কতটা বাড়বে নিত্যপণ্যের দাম?
বাজেটে এবার কতটা বাড়বে নিত্যপণ্যের দাম?
বাজেটে এবার কতটা বাড়বে নিত্যপণ্যের দাম?
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র