X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

বিলবোর্ডে ভেসে উঠলো ‘আওয়ামী লীগ ফিরবে’

সাতক্ষীরা প্রতিনিধি
১৮ মার্চ ২০২৫, ০৩:৫৩আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৩:৫৩

সাতক্ষীরায় এবার একটি ক্লিনিকের বিলবোর্ডে হঠাৎ ভেসে উঠলো, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ফিরবে’।

সোমবার (১৭ মার্চ) রাত ৯টার দিকে সাতক্ষীরা শহরের খুলনা রোডের মোড়ে অবস্থিত মরহুম ডাক্তার মোস্তফা নূর মোহাম্মদের বিল্ডিংয়ে গ্রিন লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিলবোর্ডে এ লেখা ভেসে ওঠে।

বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পার্শ্ববর্তী সদর হাসপাতাল মসজিদে তারাবি নামাজ চলাকালে রাত ৯টার দিকে এ লেখা ভেসে ওঠে। লেখাটি দেখতে পেয়ে উৎসুক জনতা ভিড় জমায়। মুহূর্তে খবরটি জেলা শহরে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা সমন্বয়ক আরাফাত হোসেন, সদস্য সচিব সোহাহিল মাহাদিনসহ অন্যান্যরা এসে উপস্থিত হন। তারা ক্লিনিকে ঢুকে কর্মরত নার্সদের সাথে কথা বলার মুহূর্তে কর্তব্যরত ডিজিটাল মার্কেটিংয়ের দায়িত্বে থাকা একজন বিলবোর্ডের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে ছাত্র সমন্বয়করা ক্লিনিকের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন। এসময় তারা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হকসহ পুলিশের একটি দল। পুলিশ ক্লিনিকটির গেট খুলে কর্তব্যরত  ডাক্তার নয়ন মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। এসময় বিলবোর্ডটি জব্দ করা হয়।

এসময় সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, আকস্মিক এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, অধিকতর তদন্তের স্বার্থে নয়ন মজুমদারকে আমরা নিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, খুলনা রোডের মোড়ে গ্রিন লাইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারটি গত ১০/১২ দিন আগে চালু করা হয়েছে। এখনও কোনও রোগী ভর্তি হয়নি।

 

/এমএস/
সম্পর্কিত
আন্দোলনের মুখে মুক্তি মিললো কালের কণ্ঠের সেই সাংবাদিকের
কালের কণ্ঠের সাংবাদিককে সাজা: প্রতিবাদে অবস্থান কর্মসূচি
সাতক্ষীরায় সাংবাদিককে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
সর্বশেষ খবর
রোমিং বিল পরিশোধ এখন টাকায়, ডলার লাগবে না
রোমিং বিল পরিশোধ এখন টাকায়, ডলার লাগবে না
বেঙ্গালুরুতে সাড়ে তিন হাজার রানে কোহলির ইতিহাস
বেঙ্গালুরুতে সাড়ে তিন হাজার রানে কোহলির ইতিহাস
অবৈধভাবে বালু তুলে বিক্রি করছেন বিএনপি নেতা, হুমকিতে বাঁধ
অবৈধভাবে বালু তুলে বিক্রি করছেন বিএনপি নেতা, হুমকিতে বাঁধ
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
সর্বাধিক পঠিত
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
মিরপুরে রাস্তায় ৮টি অবৈধ গেট উচ্ছেদ
মিরপুরে রাস্তায় ৮টি অবৈধ গেট উচ্ছেদ