X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

ঘরের ভেতর বোমা বিস্ফোরণে ভাই-বোন আহত, বিশেষজ্ঞ টিমকে তলব

যশোর প্রতিনিধি
১৯ মে ২০২৫, ১২:০৫আপডেট : ১৯ মে ২০২৫, ১২:০৫

যশোরে বোমা বিস্ফোরণে খাদিজা (৪) ও সজীব (৭) নামে দুই শিশু আহত হয়েছে। এদের মধ্যে খাদিজার অবস্থা আশঙ্কাজনক। বোমার ধরন জানতে বোমা বিশেষজ্ঞ টিমকে তলব করা হয়েছে।

আজ সোমবার (১৯ মে) সকাল ৮টার দিকে যশোর শহরের শঙ্করপুর গোলপাতা মসজিদের পাশে নূর-উন-নবীর বস্তিতে এই ঘটনা ঘটে।

বোমায় আহত দুই শিশুর বাবার নাম শহিদুল গাজী ও মায়ের নাম সুমি বেগম। শহিদুল আত্মহত্যা করলে ছোট ভাই শাহাদত গাজী তার স্ত্রীকে বিয়ে করেন।

আহতদের দাদি মনোয়ারা বেগম জানান, সকালে ঘরের পাশে উঠানে বসে তিনি ও তার বউমা সকালের খাবার খাচ্ছিলেন। ওই সময় ঘরের ভেতর থেকে হঠাৎ করে বিকট শব্দ শুনে তাকিয়ে দেখেন সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। এরপর ঘরের ভেতরে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় তার দুই নাতি-নাতনি মেঝেতে পড়ে রয়েছে।

এরপর তারা দুই শিশুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাকিরুল ইসলাম বলেন, ‘বোমায় খাদিজার হাত, বুক এবং সজিবেরও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। তাদের শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’

এদিকে, জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বজলুর রশিদ টুলু বলেছেন, ‘গুরুতর আহত দুই শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’

স্থানীয় একটি সূত্র জানায়, শিশুরা যে কক্ষে থাকে তার পাশেই থাকে সন্ত্রাসী মুসা ওরফে সাগরের মা। মুসা শাহাদতের ঘরে বসে বোমা তৈরি করে। সম্ভবত তার তৈরি বোমা বিস্ফোরণেই এই দুর্ঘটনা ঘটেছে।

এদিকে, বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। সেখানে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান।

তিনি বলেন, ‘বিস্ফোরিত বোমার ধরন বোঝা যাচ্ছে না। ঘটনাস্থলে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ টিমকে আহ্বান করা হয়েছে। বোমার ধরন জেনে এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ভাটারায় সিলিন্ডার বিস্ফোরণ: ছেলের পর বাবার মৃত্যু
রোমের পেট্রোল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪৫
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
সর্বশেষ খবর
সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট
সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট
নেতৃত্বের প্রতি অনুগত থেকে পিজিআর সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশ রাষ্ট্রপতির
নেতৃত্বের প্রতি অনুগত থেকে পিজিআর সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশ রাষ্ট্রপতির
‘জুলাই আন্দোলনের ফলে শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’
‘জুলাই আন্দোলনের ফলে শিক্ষার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে’
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
সর্বাধিক পঠিত
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
নদীতে ইলিশের দেখা মিলছে না কেন
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ
আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ