X
শুক্রবার, ২৩ মে ২০২৫
৮ জ্যৈষ্ঠ ১৪৩২
সাতক্ষীরা পৌরসভা

নিজেকে মেয়র ঘোষণা দিয়ে দায়িত্ব বুঝিয়ে দিতে ৭ দিন সময় দিলেন বিএনপি নেতা

সাতক্ষীরা প্রতিনিধি
২২ মে ২০২৫, ২০:২৫আপডেট : ২২ মে ২০২৫, ২০:২৫

সাতক্ষীরা পৌরসভার মেয়রের দায়িত্ব সাত দিনের মধ্যে বুঝিয়ে দিতে সময় বেঁধে দিয়েছেন বিএনপি নেতা তাজকিন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে দুই শতাধিক কর্মী নিয়ে পৌরসভায় হাজির হয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের কাছে হাইকোর্টের আদেশের কপি দিয়ে এ সময়সীমা বেঁধে দেন তিনি।

তাজকিন আহমেদ সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি বলেন, সাতক্ষীরা পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর ২০২৩ সালের ২৩ নভেম্বর বিগত ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে সম্পূর্ণ বেআইনিভাবে এবং একটি পক্ষের স্বার্থ হাসিল করার জন্য মেয়র পদ শূন্য ঘোষণা করে। পরে উপনির্বাচনের প্রস্তুতি গ্রহণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে আদালত স্থগিতাদেশ দেন। এরই মধ্যে গত বছরের ৫ আগস্টের পরে নতুন অন্তর্বর্তী সরকার সব পৌরসভার মেয়রদের পদ এক নির্বাহী আদেশের মাধ্যমে শূন্য ঘোষণা করে। কিন্তু ওই সময় সুপ্রিম কোর্টের স্থিতাবস্থা বহাল থাকায় সাতক্ষীরা পৌরসভার মেয়র পদের বিষয়টি সম্পূর্ণ আদালতের ওপর নির্ভরশীল ছিল। এরপর দীর্ঘ শুনানির পর চলতি বছর ১২ জানুয়ারি বিচারপতি মোহাম্মদ মোস্তফা জামান ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চ রিট নিষ্পত্তি করার পাশাপাশি ‘নো কনফিডেন্স’ (অনাস্থা)-এর সব প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেন। এর ফলে মেয়র পদে আমার আর দায়িত্বপালনে কোনও বাধা নেই।

আইনগতভাবে আমি এখনও মেয়র দাবি করে তিনি বলেন, ‌ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার সাতক্ষীরা পৌরসভায় প্রশাসক নিয়োগ করেছে। কিন্তু এই পৌরসভার মেয়রের বিষয়টি ‘সাবজুডিস ম্যাটার’ (বিচারাধীন বিষয়) ছিল, এজন্য সরকারের প্রশাসনিক আদেশটি সাতক্ষীরা পৌরসভার মেয়রের জন্য কার্যকর নয়। অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক আদেশের প্রতি সম্মান দেখিয়ে চলতি বছরের ৭ মে মেয়রের কার্য পরিচালনা করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠিয়েছি। তার কপি সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাকেও দিয়েছি। কিন্তু আজ পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আগামী সাত দিনের মধ্যে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেবো।

এ বিষয় জানতে চাইলে সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বলেন, ‘তাজকিন আহমেদ আদালতের আদেশের কপি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। তার একটি কপি আমাকেও দেওয়া হয়েছে। আমি অবহিত হওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারাই ব্যবস্থা নেবে।’

/এএম/
সম্পর্কিত
নাশকতা মামলায় কেন্দ্রীয় নেতা অমিতসহ বিএনপির ৩৯১ নেতাকর্মী খালাস
‘একমাত্র নির্বাচিত সরকারই জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে’
যশোর পৌর কৃষক দলের সভাপতিকে গুলি করে হত্যা
সর্বশেষ খবর
ক্রলি, ডাকেট ও পোপের সেঞ্চুরিতে প্রথম দিনেই ইংল্যান্ডের রান উৎসব
ক্রলি, ডাকেট ও পোপের সেঞ্চুরিতে প্রথম দিনেই ইংল্যান্ডের রান উৎসব
নাশকতা মামলায় কেন্দ্রীয় নেতা অমিতসহ বিএনপির ৩৯১ নেতাকর্মী খালাস
নাশকতা মামলায় কেন্দ্রীয় নেতা অমিতসহ বিএনপির ৩৯১ নেতাকর্মী খালাস
নতুন পররাষ্ট্র সচিবের জন্য যত চ্যালেঞ্জ
নতুন পররাষ্ট্র সচিবের জন্য যত চ্যালেঞ্জ
যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
সর্বাধিক পঠিত
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন: আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান ৪ বিদেশি সংগঠনের
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন: আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান ৪ বিদেশি সংগঠনের
বাংলাদেশে জনগণের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে সরকার: এইচআরডব্লিউ
বাংলাদেশে জনগণের মৌলিক স্বাধীনতা ঝুঁকিতে ফেলেছে সরকার: এইচআরডব্লিউ
নওগাঁয় আম পাড়া শুরু, আম্রপালি পাওয়া যাবে কবে
নওগাঁয় আম পাড়া শুরু, আম্রপালি পাওয়া যাবে কবে
‘বিভাজনমূলক’ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন উপদেষ্টা মাহফুজ
‘বিভাজনমূলক’ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন উপদেষ্টা মাহফুজ
প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদের সাক্ষাৎ, পদত্যাগ না করার অনুরোধ
প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদের সাক্ষাৎ, পদত্যাগ না করার অনুরোধ