X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

পাঁচ শহীদের রাষ্ট্রীয় মর্যাদা চান সিরাজুল

তৌহিদ জামান, যশোর
২৭ মার্চ ২০১৬, ১৭:০৩আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১৮:০০

- ১৯৭১ সাল, সিরাজুল ইসলাম সরদার তখন দশম শ্রেণির ছাত্র। রাজাকারদের হাত থেকে বেঁচে যাওয়া সেই তরুণ সিরাজুল এখন ৬৩ বছরে পা দিয়েছেন। বললেন নিজের জীবন থেকে নেওয়া মুক্তিযুদ্ধের কাহিনী। চাইলেন দেশের জন্য আত্মত্যাগ করা আসাদ, তোজো, শান্তি, মানিক ও ফজলু এই পাঁচ শহীদের মর্যাদা।
বেঁচে যাওয়া সিরাজুল ইসলাম এই পাঁচ শহীদের আত্মত্যাগ মনে রাখার জন্য হরিহর নদীর পাশের সমাধিটিকে স্মৃতিসৌধ করার দাবি জানিয়েছেন।
সিরাজুল ইসলাম জানান, তার ছোট চাচা রফিক তখন ছাত্র ইউনিয়ন যশোরের অভয়নগর থানা কমিটির সেক্রেটারি। বাড়িতে ওই সংগঠনের নেতা-কর্মীরা মাঝেমধ্যে আশ্রয় নিতেন। সেই সুবাদেই ওই পাঁচ শহীদের সংস্পর্শে আসেন সিরাজুল।
১৯৭১ সালের ২৩ অক্টোবর যশোরের মণিরামপুর উপজেলার চিনেটোলায় রাজাকার বাহিনীর হাতে যে ছয় মুক্তিযোদ্ধা আটক হন, সিরাজুল ইসলাম ছিলেন তাদেরই একজন। কৌশলে পালিয়ে জীবন রক্ষা হয় তার। তবে,  রাজাকারদের নির্মম নির্যাতনের পর গুলি করে হত্যা করা হয় সেদিন পাঁচ সূর্যসন্তানদের।
৭১’ এর উত্তাল দিনগুলির কথা স্মরণ করে সিরাজুল বলেনন, একাত্তরের যুদ্ধের শুরুতে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির (ইপিসিপি) কর্মীরা কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষা না করে যশোর এবং খুলনা জেলা কমিটি হানাদারদের সঙ্গে লড়াইয়ের সিদ্ধান্ত নেন। দেশকে শত্রুমুক্ত করতে তারা মাগুরার শালিখা থানার পুলুম ও খুলনার ডুমুরিয়া এলাকায় ঘাঁটি গড়ে তোলেন।
যুদ্ধের শুরুতেই তারা থানা ও ফাঁড়ি লুট করে হানাদারদের বিরুদ্ধে লড়াই করে যশোর-খুলনার বেশ কিছু এলাকা শত্রুমুক্ত করেন।ৱ
যুদ্ধের এক পর্যায় ১৯৭১ সালের অক্টোবরের দিকে ডুমুরিয়া এলাকা থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে যাত্রা করেন তোজো, শান্তি, মানিক, আসাদ, ফজলু ও সিরাজুল। পথে মণিরামপুর উপজেলায় রাতে আব্দুর রহমানের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তারা। তবে হানাদার বাহিনীর দোসর রাজাকারদের চোখ এড়াতে পারেননি।

স্থানীয় রাজাকার কমান্ডার আব্দুল মালেক ডাক্তারের নেতৃত্বে মেহের জল্লাদ, ইসাহাক, আব্দুল মজিদসহ বেশ কয়েকজন রাজাকার চারদিক থেকে ঘিরে ফেলে তাদের। এরপর চোখ বেঁধে চিনাটোলা বাজারের পূর্বপাশে হরিহর নদীর তীরে নিয়ে যায়। এরপর তাদের শরীর বেয়নেট দিয়ে খুঁচিয়ে লবণ দেওয়া হয়। এভাবে অমানসিক নির্যাতন চলে সন্ধ্যা পর্যন্ত।

শহীদ কমরেড তোজো এরপর রাতে চোখ বাঁধা অবস্থায় আসাদুজ্জামান আসাদ, মাশিকুর রহমান তোজো, সিরাজুল ইসলাম শান্তি, আহসানউদ্দিন খান মানিক ও ফজলুর রহমান ফজলুকে ব্রিজ থেকে দক্ষিণ-পূর্ব দিকে সৈয়দ মাহমুদপুর গ্রাম সংলগ্ন হরিহর নদীর তীরবর্তী স্থানে আনা হয়। সেখানেই তাদের গুলি করে হত্যা করা হয়।

শহীদ কমরেড আসাদ ঘটনার বর্ণনা দিয়ে সিরাজুল ইসলাম বলেন, আসাদ ভাইসহ আমাদের ছয়জনকে এক দড়িতে বাঁধে রাজাকাররা। রাজাকাররা উল্লাস করছিল। তখন তোজোভাই বললেন- ওই ছেলেটা মাসুম বাচ্চা (আমাকে দেখিয়ে), ওকে ছেড়ে দেন। ও আমাদের সঙ্গের কেউ না; ও চাচাকে খুঁজতে এসেছে। তখন রাজাকাররা আমাকে তাদের কাছ থেকে আলাদা করে এবং ধরে রাখে। তাদের হত্যার পর এক রাজাকার বলে ওঠে সাক্ষী রাখার দরকার নেই। এরপর তাকে (সিরাজুল) মাটিতে ফেলে গুলি চালায়। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হলে আমি নদীতে লাফ দিয়ে সাঁতরে পালিয়ে যাই।

পাঁচ শহীদকে দাফনকারী শ্যামাপদ দেবনাথ সেদিন শ্যামাপদ দেবনাথ নামে স্থানীয় এক ব্যক্তি নিজহাতে কবরস্থ করেন এই পাঁচ সূর্যসন্তানকে। একাত্তরে তিনি মুটে শ্রমিক ছিলেন। সম্প্রতি তিনি  মারা গেছেন। বেঁচে থাকাকালে নিজহাতে প্রতিদিন পরিষ্কার করতেন কবরের ওপরের ঝোঁপ-ঝাড়গুলো।

সেই টিমের একমাত্র বেঁচে যাওয়া সদস্য সিরাজুল ইসলাম। ১৯৫২ সালে যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে তার জন্ম। দুই মেয়ে সন্তানের জনক সিরাজুল নওয়াপাড়া জুট মিলে মাননিয়ন্ত্রণ বিভাগের পরিদর্শক পদে কর্মরত রয়েছেন।

মুক্তিযুদ্ধের সার্টিফিকেট না নেওয়া সিরাজুল ইসলাম চান, একাত্তরের বীরযোদ্ধা আসাদসহ পাঁচজনের রাষ্ট্রীয় স্বীকৃতি। তিনি বলেন, বৈষম্যহীন, শোষণহীন জনগণতান্ত্রিক একটি রাষ্ট্রের স্বপ্নে বিভোর সেইসব বীরসেনানীকে চিরকাল মনে রাখতে হরিহর নদীর পাশে তাদের সমাধিটিকে স্মৃতিসৌধ করার উচিত।

যশোরের মনিরামপুরে পাঁচ বীর মুক্তিযোদ্ধার কবর একনজরে পাঁচ শহীদের সংক্ষিপ্ত পরিচয়

শহীদ হওয়া পাঁচজনের মধ্যে মাশফিকুর রহমান তোজো ১৯৬১ সালে গণিত ও পদার্থ বিজ্ঞানে স্নাতক এবং ১৯৬২ সালে এমএ ডিগ্রি অর্জন করেন। ১৯৬৩ সালে তিনি লন্ডন থেকে অ্যাকচুয়ারি ডিগ্রি অর্জন করেছিলেন। ১৯৬৯ সালে লন্ডন থেকে দেশে ফিরে কৃষকদের নিয়ে কাজ করা শুরু করেন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির একনিষ্ঠ কর্মী ছিলেন।

আসাদুজ্জামান আসাদ ছিলেন যশোর এমএম কলেজের ভিপি, ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের নেতা। ১৯৬৯’র গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের ১১ দফা আন্দোলনের সর্বদলীয় ছাত্র সংগঠনের আহ্বায়কও ছিলেন আসাদ।

সিরাজুল ইসলাম শান্তি ছিলেন জেলা কৃষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

 আহসানউদ্দিন খান মানিক ছিলেন ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের জেলা শাখার সভাপতি। তাদের সবার পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির (এমএল) সঙ্গে সম্পর্ক ছিল।

 আর ফজলুর রহমান ফজলু সেনাবাহিনীর সদস্য ছিলেন। তিনি ওইসময় সেনাবাহিনী থেকে পালিয়ে এসে আসাদ-তোজোদের সঙ্গে একাত্ম হন। এরপর সব লড়াইতে তিনি তাদের সঙ্গেই ছিলেন।

/এনএস/টিএন/

সম্পর্কিত
ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালন করলো সিএজি কার্যালয়
অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ
অ্যালবার্ট এক্কা: একাত্তরে মুক্তিযুদ্ধের এক অকুতোভয় শহীদ
সর্বশেষ খবর
হাতি তাড়াতে গিয়ে আক্রমণে কিশোরের মৃত্যু, থানায় মামলা
হাতি তাড়াতে গিয়ে আক্রমণে কিশোরের মৃত্যু, থানায় মামলা
সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৩৩ পদাতিক ডিভিশন
সেনাবাহিনী ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৩৩ পদাতিক ডিভিশন
লিগ পারফরম্যান্সের পুরস্কার পেলেন তৈয়ব
জুনিয়র এএইচএফ কাপ হকিলিগ পারফরম্যান্সের পুরস্কার পেলেন তৈয়ব
লালবাগে নারীর মরদেহ উদ্ধার
লালবাগে নারীর মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ
রুনা লায়লার নতুন গান, সঙ্গে দুই তরুণ