X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যা: সাতদিন পর মামলা

নেত্রকোনা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪৩

ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি মামুন মিয়া নেত্রকোনা সদর উপজেলায় ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যার ঘটনার সাতদিন পর মামলা নিয়েছে পুলিশ। এরপর মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে মামুন মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে সদর থানার এসআই  মোস্তাক আহমেদকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান,গত রবিবার রাতে মেয়েটির মা বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে ঠাকুরাকোনা গ্রামের মামুন মিয়া (২৫), সুলতান মিয়া (২২) ও অপু সরকারকে (২১) আসামি করে নেত্রকোনা থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার ভোররাতে দূর্গাপুর থেকে মামুনকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, কর্তব্যে অবহেলার অভিযোগে ওই কিশোরীর আত্মহত্যার ঘটনায় অপমৃত্যুর মামলার দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা এসআই  মোস্তাক আহমেদকে সরিয়ে পুলিশ লাইনে নেওয়া হয়েছে। এছাড়া নতুন করে গত ১০ সেপ্টেম্বর মামলাটির দায়িত্ব দেওয়া হয়েছে থানার পরিদর্শক (তদন্ত) শাহ এ নূর আলমকে।

পুলিশ, মেয়েটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে ঠাকুরাকোনা গ্রামের মামুন, সুলতান ও অপু ওই কিশোরীকে (১৪) মাছের খামারে একটি ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। রাত ৮টার দিকে মেয়েটির মা কৌশলে সেখানে গিয়ে মেয়েকে উদ্ধার করেন।

এর কিছুক্ষণ পর মামুন ওই কিশোরীর বাড়িতে এসে ঘটনাটি কাউকে না জানাতে মেরে ফেলার হুমকি দেন। কিন্তু স্থানীয় লোকজন বিষয়টি জেনে যায়। পরদিন বেলা ১১টার দিকে ঘরের আড়ার সঙ্গে কিশোরীর ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয় লোকজন। দুপুরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ একটি অপমৃত্যুর মামলা দায়ের করে।

এ বিষয়ে গত ৬ সেপ্টেম্বর মেয়েটির বাবা থানায় অভিযোগ দিতে গেলেও পুলিশ অভিযোগ না নিয়ে অপমৃত্যুর মামলাটিই চলবে বলে জানায়। পরে মেয়েটির বাবা বিষয়টি সাংবাদিকদের জানালে বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় এলাকার মানুষ বিক্ষোভ করলে রবিবার (১০ সেপ্টেম্বর) পুলিশ পুনরায় মামলা নেয়। এরপর নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সানোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার ভোররাতে অভিযুক্ত মামুনকে দূর্গাপুর থেকে গ্রেফতার করে।  

এদিকে, লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য আজ  মঙ্গলবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অনুমতি চাওয়া হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

আরও পড়ুন:

জীবন বাঁচাতে মংডুর জঙ্গলে রোহিঙ্গা নারী ও শিশু (ভিডিও)

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ