X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ইয়াবা দিয়ে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা, এসআইসহ পাঁচ পুলিশ প্রত্যাহার

ময়মনসিংহ প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৯, ১২:২৮আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১২:২৯

ময়মনসিংহ গৌরীপুর থানার রামগোপালপুর বাজারের ব্যবসায়ী খোকন মিয়াকে (৩০) ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টায় এসআই এবং এএসআইসহ পাঁচ পুলিশকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৯এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে।



গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে ঘটনার সূত্রপাত হয়।
প্রত্যাহার হওয়া পাঁচ পুলিশ সদস্য হলেন- এসআই রুহুল আমিন, এএসআই আব্দুল আওয়াল, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন এবং কনস্টেবল আল আমিন।
স্থানীয় সূত্র জানায়, ২৮ এপ্রিল রবিবার রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর থানার এসআই রুহুল আমিন এবং এএসআই আওয়ালের নেতৃত্বে একদল পুলিশ রামগোপালপুর বাজারে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় বাজারের ব্যবসায়ী খোকন মিয়ার দোকান থেকে ইয়াবা উদ্ধার করে বলে দাবি পুলিশের।
পরে দোকানে সিসি ক্যামেরার ফুটেজ দেখার চ্যালেঞ্জ করলে পুলিশ খোকনকে মারধর করতে থাকার একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এতে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে পাঁচ পুলিশ সদস্যকে আটকে রেখে তাদের বিচার দাবিতে রামগোপালপুর বাজারে রাতেই ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়ী পুলিশ সদস্যদের তদন্তপূর্বক বিচারের আশ্বাস দিয়ে ছাড়িয়ে আনে।
আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা খতিয়ে দেখছেন। খোকন মিয়ার দোকান থেকে সিসি ক্যামেরার ফুটেজ থানায় নিয়ে আসা হয় এবং ফুটেজ দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের প্রত্যাহার করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে খোকন মিয়া জানান, দীর্ঘদিন রামগোপালপুর বাজারে ব্যবসা করে আসছি। পুলিশ টাকার জন্যই ইয়াবা কাহিনী বানানোর চেষ্টা করে। তিনি ঘটনার বিচার দাবি করেছেন।

/একে/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শান্তিবাড়িতে জামদানি প্রদর্শনী
শান্তিবাড়িতে জামদানি প্রদর্শনী
নির্বাচন হলেই তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন: টুকু
নির্বাচন হলেই তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন: টুকু
জাতীয় সনদ দ্রুত বাস্তবায়ন হোক: সালাহ উদ্দিন
জাতীয় সনদ দ্রুত বাস্তবায়ন হোক: সালাহ উদ্দিন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’