X
সোমবার, ১২ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

ভিজিএফের ১৬২ বস্তা চাল এবং কাবিখার ৩৮২ বস্তা গম উদ্ধার

শেরপুর প্রতিনিধি
২৪ জুলাই ২০২০, ২২:৪৭আপডেট : ২৪ জুলাই ২০২০, ২২:৪৮

ভিজিএফের ১৬২ বস্তা চাল এবং কাবিখার ৩৮২ বস্তা গম উদ্ধার শেরপুরের নালিতাবাড়ীতে ভিজিএফের ১৬২ বস্তা চালসহ সাইদুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৪ জামালপুর। বৃহস্পতিবার (২৩ জুলাই) মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে শহরের কাচারিপাড়া মহল্লা থেকে তাকে আটক করা হয়, পরে তাকে পুলিশে দেওয়া হয়।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের এএসপি এ.এম সবুজ রানার নেতৃত্বে পৌর শহরের উত্তর বাজারের কাচারীপাড়া মহল্লার একটি ব্যক্তিগত গুদামঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই গুদাম থেকে বিক্রির জন্য সংরক্ষিত ভিজিএফের ১৬২ বস্তা চাল উদ্ধার করা হয়। এই সময় ভিজিএফের চাল রাখার অপরাধে ব্যবসায়ী সাইদুল ইসলামকে হাতেনাতে আটক করে র‌্যাব। পরে আটক সাইদুলের কথামতো অপর একটি গুদামে কাবিখার ৩৮২ বস্তা গম জব্দ করা হয়।

র‌্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার এএম সবুজ রানা জানান, এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে নালিতাবাড়ী থানায় সাইদুল ইসলাম, হাদিউল ইসলাম ও ইউনুস আলীকে আসামি করে মামলা করে। এদিকে গুদাম থেকে কাবিখার ৩৮২ বস্তা গম জব্দ করে উপজেলা প্রশাসন। এই সময় উপজেলা প্রশাসনের মাধ্যমে গমের গুদামটি সিলগালা করা হয়।

নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) জোবায়েদ হোসেন জানান, শুক্রবার (২৪ জুলাই) আটককৃত সাইদুল ইসলামকে ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে। বাকি দুই আসামিকে আটকের চেষ্টা চলছে।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, জব্দকৃত কাবিখার গমের বিষয়ে আগামী রবিবার (২৬ জুলাই) উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া যৌথ অভিযানে উদ্ধারকৃত চালের বিষয়ে নিয়মিত মামলা দায়ের করা হবে। এই বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা