X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

সড়কে এবার ফেরার চাপ 

ময়মনসিংহ প্রতিনিধি
২২ জুলাই ২০২১, ১৩:৪৮আপডেট : ২২ জুলাই ২০২১, ১৩:৪৮

ঈদ শেষে কর্মস্থলে যোগ দিতে রওনা হওয়া যাত্রীর ব্যাপক চাপ দেখা গেছে ময়মনসিংহের সড়কে। একইসঙ্গে বেড়েছে যানজট। বৃহস্পতিবার (২২জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঈদ শেষে কর্মস্থলে রওনা হওয়া মানুষের অনেকেই গাড়ি না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা হয়েছেন। অন্যদিকে যানজটের কারণে ব্রহ্মপুত্র ব্রিজে ছোট-বড় বিভিন্ন যানবাহন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতেও দেখা যায়।

পোশাক শ্রমিক মোবারক হোসেন স্ত্রী আকলিমা ও কোলের এক শিশু সন্তানকে নিয়ে কিশোরগঞ্জের ভৈরব থেকে যাবেন ত্রিশালে। বাড়তি ভাড়া গুণলেও তীব্র যানজটের কারণে ময়মনসিংহ শহরে ঢোকার আগেই বাস থেকে নেমে যেতে হয় তাকে। পাটগুদামে ব্রহ্মপুত্র ব্রিজের পূর্ব পাশ থেকে প্রায় তিন কিলোমিটার পথ হেঁটে আসেন মালপত্র ও স্ত্রী সন্তানসহ শহরে। এরপর রওনা হন ত্রিশালের পথে।

মোবারক হোসেন বলেন, যানজটের কারণে ব্রিজের পূর্বপাড়ে শম্ভুগঞ্জ থেকে বাস থেকে নেমে স্ত্রী ও সন্তানসহ লাগেজ নিয়ে হেঁটে হেঁটে পাটগুদাম ব্রিজ মোড় আসতে হয়েছে। এখন ত্রিশালে যাওয়ার জন্য কোনও বাস পাওয়া যাচ্ছে না। প্রায় আধাঘণ্টা পাটগুদাম ব্রিজ মোড়ে দাঁড়িয়ে আছি।

একই রকম দুর্ভোগের শিকার নেত্রকোনা, শেরপুর ও কিশোরগঞ্জ থেকে কর্মস্থলে ফেরার পথে থাকা কর্মজীবী মানুষেরা।

পাটগুদাম এলাকায় ব্রিজমোড়ে তীব্র যানজটে নাকাল যাত্রীরা এদিকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীর চাপে যানবাহনে ছিল না কোনও স্বাস্থ্যবিধি মানার বালাই। অধিকাংশ যাত্রীর মুখে ছিল না মাস্ক। চোখে পড়েনি স্থানীয় প্রশাসনের নজরদারি। 

বাসচালক কামরুজ্জামান বলেন, সরকার শুক্রবার থেকে আবারও লকডাউন ঘোষণা দিয়েছে। এ কারণে কর্মস্থলে ফিরতে কর্মজীবী মানুষের তাড়াহুড়ো। এতে একদিকে সড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে, তবে এর তুলনায় যাত্রীর সংখ্যা আরও অনেক বেশি। এতে যানজট যেমন তীব্র আকার ধারণ করেছে, পাশাপাশি অতিরিক্ত যাত্রীর চাপে বাসে স্বাস্থ্যবিধি মানাও সম্ভব হচ্ছে না। 

জেলা প্রশাসক মো. এনামুল হক জানান, যানবাহনের স্বাস্থ্যবিধি মানার জন্য সড়কে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
৫৫০ টাকার ভাড়া ৭০০ নেওয়ায় লাল সবুজ পরিবহনকে ২০ হাজার জরিমানা
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
ঈদের ছুটি শেষ, কাজে ফিরছে মানুষ
সর্বশেষ খবর
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার