X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

ময়মনসিংহ মেডিক্যাল কলেজের হ্যাটট্রিক 

ময়মনসিংহ প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২২, ১২:৩৩আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১২:৩৩

মেডিক্যাল কলেজ ক্যাটাগরিতে তৃতীয়বারের মতো প্রথম হয়েছে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল। এ জন্য স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি। গত ৩১ মার্চ ঢাকার ওসমানী মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দেওয়া হয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম কিবরিয়ার হাতে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার তুলে দেন। এ সময় স্বাস্থ্য বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএমএ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. মতিউর রহমান ভূঁইয়া জানান, তৃতীয়বারের মতো এই অর্জন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালকে আরও উন্নত সেবা দেওয়ার ক্ষেত্রে এগিয়ে নেবে। এই অর্জনে চিকিৎসক সমাজ খুবই খুশি। এর ধারাবাহিকতা রক্ষায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

 এদিকে নাগরিক আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম জানান, আগের তুলনায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃহত্তর ময়মনসিংহবাসী মানসম্মত চিকিৎসা সেবা পাচ্ছে। শুধু ময়মনসিংহবাসী না, আশপাশের অনেক জেলার নাগরিকরাও এই হাসপাতালে এসে বিনামূল্যে চিকিৎসা সেবা নিচ্ছেন। এটা ময়মনসিংহবাসীর জন্য অত্যন্ত গৌরবের বিষয়। 

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম কিবরিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, এক হাজার শয্যার টারশিয়ারি চরিত্রের এই হাসপাতালে গড়ে প্রতিদিন তিন থেকে সাড়ে তিন হাজার রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া প্রায় চার থেকে পাঁচ হাজার রোগী আউটডোরে চিকিৎসা সেবা পেয়ে থাকেন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বিনামূল্যে ওষুধ ও খাবার দেওয়া হয়। এছাড়া অল্প খরচে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা হাসপাতাল ক্যাম্পাসেই রয়েছে। তৃতীয়বারের মতো মেডিক্যাল ক্যাটাগরিতে প্রথম স্থান হওয়ার এই অর্জন ধরে রাখার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে র‌্যাবের অভিযান, ১৪ দালালের কারাদণ্ড
৬ লাখ মানুষের জন্য আইসিইউ শয্যা একটি
ময়মনসিংহ মেডিক্যালে ডাক্তার দেখাতে না পেরে রোগীদের বিক্ষোভ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ মে, ২০২৫)
হারের শঙ্কা উড়িয়ে রিয়ালকে সাত পয়েন্ট পেছনে ফেললো বার্সা
হারের শঙ্কা উড়িয়ে রিয়ালকে সাত পয়েন্ট পেছনে ফেললো বার্সা
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
রাস্তায় কলেজছাত্রীকে ইভটিজিং, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
টিএসসিতে নারী প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ, সমালোচনার ঝড়
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!
দর্শক-শ্রোতা প্রতিক্রিয়ায় ‘তীর’বিদ্ধ জেফার!