X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ভাষাসৈনিক আজিম উদ্দিন আর নেই

নেত্রকোনা প্রতিনিধি
১৬ জুলাই ২০২২, ২০:৫৬আপডেট : ১৬ জুলাই ২০২২, ২০:৫৬

ভাষাসৈনিক আজিম উদ্দিন আহমেদ মারা গেছেন। শনিবার (১৬ জুলাই) সকাল ৭টার দিকে বার্ধক্যজনিত কারণে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভাষা আন্দোলন করতে যাওয়ায় তৎকালীন পাকিস্তান সরকার আজীবনের জন্য তার ছাত্রত্ব কেড়ে নিয়েছিল।

ভাষা আন্দোলনে যুক্ত থাকায় এবং তৎকালীন সরকারের বিরুদ্ধে নিজের লেখা কবিতা সাহিত্য সম্মেলনে পাঠ করার কারণে স্কুল থেকে আজীবনের জন্য ছাত্রত্ব (রাজটিকিট) বাতিল করা হয়েছিল আজিম উদ্দিন আহমেদের। এতে তার প্রাতিষ্ঠানিক পড়াশোনা বন্ধ হয়ে যায়। ছয় ছেলে ও তিন মেয়ের জনক আজিম উদ্দিন। জীবনের ৮৯টি বছর অতিক্রম করে মৃত্যুকালে বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তার ছেলে নুরুল আমিন জানান, পূর্বধলার জারিয়া এলাকার নিজ গ্রাম নাটেরকোণা মাদ্রাসা মাঠে বিকাল সাড়ে ৫টায় জানাজা সম্পন্ন হয়েছে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ভাষা আন্দোলন চলাকালে আজিম উদ্দিন নেত্রকোনা শহরের আঞ্জুমান উচ্চ বিদ্যালয়ে পড়তেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। তখন তিনি মহকুমা ছাত্রলীগের সদস্য ছিলেন। একই বছর তিনি বাংলা ভাষার অধিকার নিয়ে নেত্রকোনা মহকুমা সাহিত্য সম্মেলনে নিজের লেখা দুটি কবিতা ‘আজব ভুঁড়ি ও হে বিলাসী’ পাঠ করেন। কবিতা দুটি তৎকালীন সরকারের বিরুদ্ধে যাওয়ায় ১৯৫৩ সালে স্কুল থেকে আজীবনের জন্য তার ছাত্রত্ব বাতিল করা হয়। তবে ৬২ বছর পর ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি সরকারের পক্ষে তৎকালীন জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেত্রকোনা আঞ্জুমান আদর্শ সরকারি বিদ্যালয়ের ছাত্রত্ব ফিরিয়ে দেন।

আজিম উদ্দিন পূর্বধলা উপজেলার জারিয়া নাটেরকোণা গ্রামের ব্যবসায়ী মরহুম শেখ শমসের আলী ও তাহমিনা রতিজনের সন্তান। শুধু ভাষা সৈনিকই ছিলেন না, তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক।

তার শেষ বয়সের স্মৃতি রোমন্থন করে স্থানীয় সাংবাদিক গোলাম মোস্তফা বলেন, একটি আক্ষেপের কথা প্রায়ই বলতেন, ভাষা সৈনিকদের রাষ্ট্রীয় স্বীকৃতি কী সরকার দেবে।

/এফআর/
সম্পর্কিত
পূর্ব লন্ডনে অনুবাদ ব্যয়ে শীর্ষে ‘শুদ্ধ বাংলা’
বাংলা ভাষার যথাযথ ব্যবহার নিশ্চিত না হলে সংগ্রাম-আত্মত্যাগ অর্থহীন হয়ে যাবে: আনু মুহাম্মদ 
বাংলাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা অন্তর্ভুক্তি চেয়ে আইনি নোটিশ
সর্বশেষ খবর
চলন্ত মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ, দুই ভাই আহত
চলন্ত মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ, দুই ভাই আহত
পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে: শেবাগ
পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে: শেবাগ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার পর চূড়ান্ত আন্দোলন শুরু হবে: সারজিস আলম
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুমার পর চূড়ান্ত আন্দোলন শুরু হবে: সারজিস আলম
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ