X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জুতা পায়ে শহীদ মিনারে কলেজের অধ্যক্ষ, বললেন ‘ভুল হয়েছে’

জামালপুর প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০১আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০১

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জুতা পরে শহীদ মিনারের বেদিতে ওঠে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জামালপুরের মেলান্দহ উপজেলার এক কলেজের অধ্যক্ষ। জুতা পায়ে শ্রদ্ধা নিবেদনের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা শুরু হয়। এ অবস্থায় ভুল স্বীকার করে বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন এই অধ্যক্ষ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারে এ ঘটনা ঘটে। জুতা পায়ে শহীদ মিনারে ওঠা আবু সাইদ মেলান্দহ উপজেলার মাহমুদপুর আব্দুল জলিল কারিগরি কলেজের অধ্যক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে অধ্যক্ষ আবু সাইদ তার প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ওই শহীদ মিনারের বেদিতে ফুল দিতে যান। এ সময় অন্য কারও পায়ে জুতা না থাকলেও তিনি জুতা পরা অবস্থায় শহীদ মিনারে ফুল দেন। শ্রদ্ধা জানানোর সময় ছবিও তোলেন তিনি। ওই ছবি স্থানীয় কয়েক ব্যক্তি ফেসবুকে পোস্ট করলে সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে জামালপুরের ভাষা ও মুক্তিসংগ্রাম গবেষণা কেন্দ্রের সভাপতি আলী ইমাম দুলাল বলেন, ‘জুতা পায়ে শহীদ মিনারে ওঠা কারও জন্য ঠিক না। এ নিয়ে সরকারি বিধিনিষেধ আছে। এমন কাজ যিনি করবেন তার বিরুদ্ধে শাস্তিরও বিধান রয়েছে। ফলে এদিকে সবার খেয়াল রাখা জরুরি।’

ভাষা ও মুক্তিসংগ্রাম গবেষণা কেন্দ্রের সদস্য জাহাঙ্গীর সেলিম বলেন, ‘কলেজের অধ্যক্ষ যখন এ ধরনের কর্মকাণ্ড করেন, তখন আমরা লজ্জা পাই। কারও কাছ থেকে আমরা এ ধরনের কর্মকাণ্ড আশা করি না।’

এ ব্যাপারে জানতে চাইলে অধ্যক্ষ আবু সাইদ বলেন, ‘তাড়াহুড়া করতে গিয়ে জুতা পায়ে থাকার বিষয়টি খেয়াল করতে পারিনি। আসলে আমার ভুল হয়েছে। বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি।’

তবে বিষয়টিকে ক্ষমার অযোগ্য উল্লেখ করে জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারি বলেন, ‘যদি জুতা পায়ে শহীদ মিনারে ওঠে থাকেন, তাহলে মারাত্মক অপরাধ করেছেন অধ্যক্ষ। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে এমন ঘটনা মারাত্মক অপরাধ। এটি ক্ষমার অযোগ্য। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তী পালন করবে ইউনেস্কো
অগ্নিঝরা মার্চের প্রথম দিন আজ
জীবদ্দশায় ভাষা আন্দোলন জাদুঘর দেখে যেতে চান প্রধান বিচারপতি
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!