X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দুই মাসেও বাস্তবায়ন হয়নি ইউএনওর বদলির আদেশ

ময়মনসিংহ প্রতিনিধি
২১ মার্চ ২০২৩, ১২:৪২আপডেট : ২১ মার্চ ২০২৩, ১২:৪২

ময়মনসিংহের ত্রিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তারুজ্জামানসহ আট কর্মকর্তাকে বদলি করে গত ২২ জানুয়ারি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনের অধিকাংশ আদেশ বাস্তবায়ন হলেও দুই মাসেও ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলির আদেশটি বাস্তবায়ন করছে না জেলা প্রশাসন। এ বিষয়ে পাল্টাপাল্টি মন্তব্য পাওয়া গেছে। জেলা প্রশাসন বলছে, জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ বাস্তবায়ন করবে। আর জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, এ আদেশ জেলা প্রশাসন বাস্তবায়ন করবে। ইউএনওর বদলির আদেশ বাস্তবায়ন না হওয়ায় একদিকে উপজেলার প্রশাসনিক নানা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। অপরদিকে জনপ্রতিনিধিদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, ২০২১ সালের ২২ সেপ্টেম্বর ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন আক্তারুজ্জামান। এর আগে তিনি র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। জনপ্রতিনিধিদের সঙ্গে অসদাচরণ, নজরুল কলেজ মার্কেটের সামনে ব্যারিকেড দিয়ে ব্যবসায়ীদের হয়রানিসহ নানা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

গত ২২ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক আদেশে ইউএনও আক্তারুজ্জামানকে রংপুর বিভাগে বদলির আদেশ জারি হয়। ওই প্রজ্ঞাপনে একইসঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের উপ-পরিচালক (সিনিয়র সহকারী সচিব) কাজী মো. মোহসীন উজ্জল ও নেত্রকোনা জেলা পরিষদের সচিব (সিনিয়র সহকারী সচিব) আসাদুজ্জামানকে ময়মনসিংহ বিভাগে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়।

জনস্বার্থে জারি করা ওই আদেশ অবিলম্বে কার্যকরের জন্য মন্ত্রণালয় নির্দেশ দিলেও দুই মাসেও বাস্তবায়ন হয়নি ত্রিশালের ইউএনওর বদলির আদেশ। স্থগিতও হয়নি ওই আদেশ। এদিকে উপজেলা পরিষদের নানা কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। 

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০২২/২৩ অর্থবছরের এডিপি বাস্তবায়নে দেখা দিয়েছে অনিশ্চয়তা। চলতি অর্থবছরের আর তিন মাস বাকি থাকলেও এখনও এডিপির ১০ ভাগ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রতিনিধিরা।

মঠবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কদ্দুছ জানান, ‘আমার ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পে নিন্মমানের কাজের অভিযোগ দেখে পরিষদে সদস্যরা প্রতিবাদ করলে আমাকে মামলা দিয়ে হয়রানি করা হয়। তাছাড়া প্রতি বছর আমরা এডিপির মাধ্যমে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন করে থাকি। এবার ইউএনওর স্বেচ্ছাচারিতার কারণে চলতি অর্থবছরে এডিবির কোনও কাজ আমরা বাস্তবায়ন করতে পারিনি।’

এ ব্যাপারে ত্রিশাল উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন সরকার বলেন, ‘দুমাস আগে তার বদলির আদেশ হয়েছে। জনপ্রতিনিধিদের সঙ্গে ইউএনওর সমন্বয়হীনতা থাকায় কাজে স্থবিরতা দেখা দিয়েছে।’
বদলির আদেশ বাস্তবায়নের ব্যাপারে জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশটি জারি করেছেন। বিষয়টি ওনারাই দেখবেন। ঊর্ধ্বতনদের সিদ্ধান্তের ওপর আমার কিছু বলার নেই।’

মন্ত্রণালয়ের আদেশ জেলা প্রশাসন বাস্তবায়ন করবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কোনও বক্তব্য নেই। এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যাপার।’

এ বিষয়ে বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস বলেন,‘ যেহেতু বদলির আদেশ হয়েছে, এটি সময়সাপেক্ষ। তিনি চলে যাবেন।’

প্রজ্ঞাপনের দুই মাসেও আদেশ বাস্তবায়ন না হওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে জেলা প্রশাসক বলতে পারবেন।’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদায়নের যে নির্দেশনাগুলো দেওয়া হয় সেগুলো বাস্তবায়ন করবে যার অধীনে থাকেন তিনি। ইউএনওদের ক্ষেত্রে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলাপ্রশাসক তাদের রিলিজ দেবেন।

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা