X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সাংবাদিক নাদিম হত্যা: দায় স্বীকার করে চেয়ারম্যানের জবানবন্দি

জামালপুর প্রতিনিধি
২৩ জুন ২০২৩, ২১:৫৩আপডেট : ২৩ জুন ২০২৩, ২১:৫৩

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পাঁচ দিনের রিমান্ড শেষে শুক্রবার (২৩ জুন) বিকালে তাকে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালতে তোলা হলে দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা ডিবি পুলিশের ওসি আরমান আলী ও বাদীপক্ষের আইনজীবী ইউসুফ আলী।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস আসামির জবানবন্দি রেকর্ড করেন। একই মামলায় বৃহস্পতিবার জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালতে রেজাউল করিম ও মমিনুল ইসলাম নামে দুই আসামি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন।

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে এখন পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেফতার করে আদালতে তোলা হলে বিভিন্ন মেয়াদে ১৮ জুন থেকে ২৩ জুন পর্যন্ত রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার পর্যন্ত রিমান্ড শেষ হলে আদালতের নির্দেশে সব আসামিকে আদালতে হাজির করা হয়।

বাদীপক্ষের আইনজীবী ইউসুফ আলী জানান, ১৩ আসামিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, হত্যা মামলার দ্বিতীয় আসামি চেয়ারম্যানপুত্র ফাহিম ফয়সাল রিফাতকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উল্লেখ্য, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিক নাদিম পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ বাসায় ফেরার পথে পৌর শহরের কাচারি পাড়ায় পাটহাটি পৌঁছলে চলন্ত মোটরসাইকেল থেকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করা হয়। এক পর্যায়ে তাকে পিটিয়ে মারাত্মক আহত অবস্থায় ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। ওই রাতে প্রথমে বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়। পরে অবস্থা আরও অবনতি হলে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ১৫ জুন বিকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ হত্যাকাণ্ডের ঘটনায় সিসি ফুটেজ দেখে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সম্পৃক্ততা ওঠে আসে।

/এফআর/
সম্পর্কিত
যুবলীগের সভা সঞ্চালনা করলেন সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামি
সাংবাদিক নাদিম হত্যা: আবারও আসামি বাবুর জামিন নামঞ্জুর
‘বাবাকে কবর দেওয়ার পর থেকে আজও রাস্তায় দাঁড়িয়ে আছি’
সর্বশেষ খবর
উপাচার্যের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনেও শিক্ষকদের অবস্থান কর্মসূচি
উপাচার্যের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনেও শিক্ষকদের অবস্থান কর্মসূচি
উন্নয়ন, আলতাদিঘী ও অন্যান্য বিতর্ক
উন্নয়ন, আলতাদিঘী ও অন্যান্য বিতর্ক
যুবলীগ নেতাকে সমর্থন দিয়ে ১৫ ঘণ্টা আগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ.লীগ নেতা
যুবলীগ নেতাকে সমর্থন দিয়ে ১৫ ঘণ্টা আগে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ.লীগ নেতা
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা