X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগে এসআই-চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

জামালপুর প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২৮আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২৮

জামালপুরের সরিষাবাড়ীতে থানা পুলিশের হেফাজতে আনোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ইউপি চেয়ারম্যান ও পুলিশের এসআইসহ পাঁচ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে সরিষাবাড়ী আদালতে মামলটি করেছেন নিহতের বাবা আব্দুস সামাদ।

মামলার আসামিরা হলেন—উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন (৪০), সরিষাবাড়ী থানার এসআই শহিদুল ইসলাম (৩৫), একই ইউনিয়নের দোলভিটি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সোহেল রানা (২৮) ও ফিরোজ মিয়া (৩৪) এবং চাপারকোনা গ্রামের মান্নান মিয়ার ছেলে মনছুর মিয়া (৩২)। 

মামলার এজাহার থেকে জানা গেছে, গত ২৬ ডিসেম্বর বিকালে আনোয়ার হোসেন সরিষাবাড়ী উপজেলার চাপারকোনা বাজারে কেনাকাটা করতে যান। পূর্বশত্রুতার জেরে ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপনের নির্দেশে তার অনুসারী সোহেল রানা, ফিরোজ মিয়া ও মনছুর মিয়া পরিষদের সামনে থেকে জোর করে আনোয়ারকে তুলে নিয়ে চাপারকোনা মহেষ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের পেছনে মারধর করেন। এরপর হামলাকারীরা পুলিশে খবর দিলে আনোয়ারকে আহত অবস্থায় সরিষাবাড়ী থানায় নিয়ে যাওয়া হয়। রাত ১১টার দিকে চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন তার লোকজন নিয়ে থানায় যান। রাত সাড়ে ১১টার দিকে আনোয়ারের বাবা আব্দুস সামাদকে ফোন করে চেয়ারম্যান জানান, তার ছেলে অসুস্থ হওয়ায় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখানে গিয়ে আনেয়ারকে মৃত দেখতে পান তার স্বজনরা।

বাদীপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় চেয়ারম্যান ও তার খালাতো দুই ভাই এবং পুলিশের এসআই শহিদুল ইসলামসহ পাঁচ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সরিষাবাড়ী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা আক্তার মামলাটি আমলে নিয়ে সরিষাবাড়ী থানার ওসিকে ওই ঘটনায় কী পদক্ষেপ নিয়েছেন, তা আদালতকে আগামী তিন কার্যদিবসের মধ্যে জানাতে বলেছেন।’

/এএম/
সম্পর্কিত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
কষ্টিপাথর কিনে প্রতারিত হয়ে অপহরণ, গ্রেফতার ৭
প্রত্যেক বস্তা থেকে সরানো হয় চাল, ডিলারের বিরুদ্ধে থানায় মামলা
সর্বশেষ খবর
গাছবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ ইজিবাইকযাত্রী নিহত
গাছবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ২ ইজিবাইকযাত্রী নিহত
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকটের সমাধানে ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে