X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

টিফিনের টাকায় ১০০ জনকে খাবার খাইয়ে নববর্ষ উদযাপন ৩ শিশুর

ময়মনসিংহ প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৫, ২১:৪১আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ২১:৪১

ময়মনসিংহে ইংরেজি নববর্ষের প্রথম দিন মানবিক কাজ করে দেখিয়েছে তিন শিশু। অন্যদের মতো থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি, পটকা ফাটানো ও ফানুসের পেছনে টাকা খরচ না করে ১০০ প্রতিবন্ধীর খাবারের আয়োজন করেছে তারা। তাদের এমন মানবিক উদ্যোগে খুশি পরিবারের সদস্য ও সচেতন নাগরিক সমাজ।

এই তিন শিশু হলো- ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ফিজিক্যাল বিভাগের প্রধান ডা. মো. আজিজুর রহমানের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছেলে রাইয়ান আজিজ, একই হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. মানবেন্দ্র ভট্টাচার্যের ছেলে চিন্ময় ভট্টাচার্য ও মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. গোলাম রহমান ভূঁইয়ার চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছেলে আরশান তানজিফ রেহাম।

তিন শিশুর সঙ্গে কথা বলে জানা যায়, তারা তিন বন্ধু ২০২৪ সালে একটি মানবিক ক্লাব প্রতিষ্ঠা করেছে। প্রত্যেকের নামের প্রথম অক্ষর দিয়ে ক্লাবের নাম দেয় আরসিআর। বাবা-মায়ের দেওয়া টিফিনের টাকা বাঁচিয়ে ক্লাবের ফান্ডে রাখে তারা। সেই টাকায় এবার নববর্ষকে সামনে রেখে তিন বন্ধু পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে প্রতিবন্ধীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার সিদ্ধান্ত নেয়। তাদের একবেলা খাবারের আয়োজন করে।

পটকা ফাটানো ও ফানুসের পেছনে টাকা খরচ না করে ১০০ প্রতিবন্ধীর খাবারের আয়োজন করেছে তারা

বুধবার (০১ জানুয়ারি) নগরের কাঁচিঝুলিতে প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার ১০০ জনের দুপুরের খাবারের আয়োজন করা হয়। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে প্রতিবন্ধীদের সঙ্গে বসে দুপুরের খাবার খেয়েছে তারা।

আরসিআর ক্লাবের উদ্যোক্তা রাইয়ান আজিজ জানায়, ‘নববর্ষ আসলেই আমরা দেখতে পাই সমবয়সী বন্ধু এবং বড় ভাইয়েরা থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি, পটকা ফাটানো ও ফানুস উড়িয়ে টাকা খরচ করে। এটি তাদের জন্য ক্ষণিকের আনন্দ হলেও অন্যদের কষ্টের কারণ হয়। তাই তিন বন্ধু মিলে ভিন্নভাবে নববর্ষ উদযাপনের চিন্তা করি। সেই চিন্তা থেকেই প্রতিবন্ধীদের খাবারের আয়োজন করে নববর্ষ উদযাপন করেছি।’
 
প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার সভাপতি আতাউর রহমান জুয়েল বলেন, ‘থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও পটকা না ফাটিয়ে এভাবেও আনন্দ উপভোগ করা যায়, সেটি করে দেখিয়েছে এই তিন শিশু। তাদের আয়োজন দেখে প্রতিবন্ধীরা খুশি হয়েছে। ভবিষ্যতে অন্যরাও এই জাতীয় উদ্যোগ নেবে বলে আশা করছি।’

ময়মনসিংহ জেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমান সমাজব্যবস্থায় তিন শিশুর এমন মানবিক উদ্যোগ ব্যতিক্রম। সমাজের সর্বস্তরের মানুষের মাঝে যদি এমন মানবিকতা ফিরে আসে, তাহলে অসহায় ও প্রতিবন্ধীদের দুঃখ-কষ্ট কমে আসবে। এই তিন শিশুর কাছে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে।’

/এএম/
সম্পর্কিত
আগের মতো আমেজ নেই পুরান ঢাকার হালখাতা উৎসবে
নববর্ষের অনুষ্ঠানে শহীদ মুগ্ধের স্মরণে ১০ হাজার বোতল পানি বিতরণ
বর্ষবরণের অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর: হয়নি মামলা, আটকদের ছেড়ে দিয়েছে পুলিশ
সর্বশেষ খবর
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র
ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনও ইঙ্গিত নেই: যুক্তরাষ্ট্র
ফজলুর রহমানের মন্তব্য ব্যক্তিগত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিফজলুর রহমানের মন্তব্য ব্যক্তিগত
বিএসএফ দুই বাংলাদেশিকে হস্তান্তরের পর দুই ভারতীয়কে ফেরত দিলো বিজিবি
বিএসএফ দুই বাংলাদেশিকে হস্তান্তরের পর দুই ভারতীয়কে ফেরত দিলো বিজিবি
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
এনবিআরের বিভক্তিতে সুফল মিলবে?
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া