X
শনিবার, ২৪ মে ২০২৫
১০ জ্যৈষ্ঠ ১৪৩২

গাজায় সীমিত ত্রাণ সহায়তা, খাবারের জন্য হাহাকার ও লুটপাট

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মে ২০২৫, ১৩:৩৪আপডেট : ২৪ মে ২০২৫, ১৩:৩৪

জাতিসংঘ জানিয়েছে, গাজা উপত্যকায় চলমান মানবিক সংকট মোকাবিলায় আরও খাদ্য সহায়তা প্রয়োজন। কারণ সহায়তা বহনকারী ট্রাকগুলো লুটপাটের শিকার হওয়ায় খাদ্য বিতরণ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এর মধ্যেই গাজায় সাহায্যবাহী ট্রাকগুলো লুটের হাত থেকে রক্ষাকারীদের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (২৩ মে) হামাস কর্মকর্তারা জানিয়েছেন, এতে ৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানায়, মানুষের মধ্যে ক্ষুধা, হতাশা ও নিরাপত্তাহীনতা এতটাই বেড়েছে যে কিছু সাহায্যবাহী ট্রাক পথে লুটপাট হয়ে যাচ্ছে। তারা সতর্ক করেছে, যদি অবিলম্বে নিরাপদ ও টেকসই সহায়তা প্রবাহ নিশ্চিত না করা যায়, তাহলে সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা-ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি বলেন, ‘গাজায় যা চলছে তা একটি মানবিক বিপর্যয়। এখন যে পরিমাণ সহায়তা ঢুকছে তা প্রয়োজনের তুলনায় নগণ্য। ভুসির গাদায় সুচ খোঁজার মতো।’

তিনি আরও বলেন, ‘সহায়তা ঠিকমতো পৌঁছাচ্ছে না—কোনোটা রাস্তায় লুট হচ্ছে, আবার কোনোটা নিরাপত্তাহীনতার কারণে আটকে আছে।’

গত ২ মার্চ থেকে আরোপিত পূর্ণ অবরোধের পর এই সপ্তাহে প্রথমবারের মতো খাদ্য ও মানবিক সহায়তা বহনকারী ট্রাক গাজায় প্রবেশ করতে দেয় ইসরায়েল। তাদের দাবি, সোমবার থেকে ৩০০টিরও বেশি সহায়তাবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে।

তবে জাতিসংঘ বলছে, যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গাজায় ৫০০ থেকে ৬০০ ট্রাক প্রবেশ করত, তাই বর্তমান সহায়তা এর মাত্র একাংশ।

বৃহস্পতিবার ইসরায়েল দাবি করে, ‘গাজায় কোনো খাদ্যসংকট নেই।’ যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ওই একই সপ্তাহে বলেছিল, ‘মানবিক সংকট ঠেকাতে ইসরায়েল গাজায় একটি ন্যূনতম মাত্রায় খাদ্য সরবরাহ করছে তারা।’

তবে ফিলিপ লাজারিনি বলেছেন, গাজার সাধারণ মানুষের হাতে সব সহায়তা পৌঁছাচ্ছে না। কোনও ট্রাকই উত্তর গাজায় পৌঁছায়নি। সেখানে সম্প্রতি ইসরায়েল একাধিকবার স্থানান্তরের নির্দেশ দিয়েছে।

গাজার পরিবহণ সমিতির প্রধান নাহিদ শুহাইবার জানান, বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ ও মধ্য গাজায় ৩০টি সহায়তাবাহী ট্রাক আক্রান্ত ও ভাঙচুরের শিকার হয়। হামাসের সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, দেইর আল-বালাহ এলাকায় সশস্ত্র গ্যাং ট্রাকের ওপর গুলি চালায় ও সেগুলো লুট করে। ঘটনাস্থলে স্থানীয় নিরাপত্তা বাহিনী ও হামাসের সহায়তা পৌঁছানোর পর ইসরায়েলি বিমান হামলায় ছয়জন নিহত হয়।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সিএনএনকে জানায়, একটি বিমান হামাস জঙ্গিসহ কয়েকজন অস্ত্রধারীকে লক্ষ্য করে হামলা চালায়। তবে এই হামলায় মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করে তারা।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সহায়তা পরিকল্পনা ‘গাজা মানবিক ফাউন্ডেশন’-এর এই মাসের শেষের দিকে চারটি বিতরণ কেন্দ্র চালু করার কথা। কিন্তু জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থা এই নতুন উদ্যোগে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে।

জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক বিভাগের প্রধান টম ফ্লেচার গত সপ্তাহে এক্সে লেখেন, ‘গাজায় বিকল্প সহায়তা পরিকল্পনা নিয়ে সময় নষ্ট না করে আমাদের বর্তমান পরিকল্পনাটিকেই এগিয়ে নেওয়া উচিত।’

শুক্রবার গাজা বেকারি মালিক সমিতি ঘোষণা দেয়, ‘গাজায় বিদ্যমান কঠিন পরিস্থিতির কারণে বেকারিগুলো কাজ করবে না। তারা ডব্লিউএফপিকে প্রথমে পরিবারগুলোর মধ্যে সরাসরি আটা বিতরণের আহ্বান জানায়।

সমিতির সভাপতি আবদেল নাসের আল-আজরামি আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান, তারা যেন আবশ্যিকভাবে ইসরায়েলের সঙ্গে আলোচনা করে গাজায় আটা, চিনি, ইস্ট, লবণ ও ডিজেল প্রবেশ নিশ্চিত করে—যাতে সবার জন্য রুটি নিশ্চিত করা যায়।

/এস/
সম্পর্কিত
ইউক্রেনের আদেশে সন্ত্রাসবাদের অভিযোগে রুশ নাগরিকের ২৯ বছরের কারাদণ্ড
জাতিসংঘে পাকিস্তানের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানালো ভারত
মিয়ানমারের উপকূলে জাহাজডুবি, চারশোর বেশি রোহিঙ্গার মৃত্যুর শঙ্কা
সর্বশেষ খবর
সর্বদলীয় ঐক্যের বিষয়ে রাজনৈতিক দলের বক্তব্য জেনে অবস্থান জানাবে অন্তর্বর্তী সরকার 
সর্বদলীয় ঐক্যের বিষয়ে রাজনৈতিক দলের বক্তব্য জেনে অবস্থান জানাবে অন্তর্বর্তী সরকার 
সোনায় মোড়ানো আইফোন পেলেন রিশাদ
সোনায় মোড়ানো আইফোন পেলেন রিশাদ
লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু
লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু
ইউক্রেনের আদেশে সন্ত্রাসবাদের অভিযোগে রুশ নাগরিকের ২৯ বছরের কারাদণ্ড
ইউক্রেনের আদেশে সন্ত্রাসবাদের অভিযোগে রুশ নাগরিকের ২৯ বছরের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
বগুড়ায় কোরবানির জন্য প্রস্তুত ৭ লাখ ৪৬ হাজার পশু
বগুড়ায় কোরবানির জন্য প্রস্তুত ৭ লাখ ৪৬ হাজার পশু
শিগগির জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্রনেতার পদত্যাগ
শিগগির জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্রনেতার পদত্যাগ
আত্মগোপন থেকে বাড়ি ফিরে নির্যাতনের শিকার সেই আ.লীগ নেতার মৃত্যু
আত্মগোপন থেকে বাড়ি ফিরে নির্যাতনের শিকার সেই আ.লীগ নেতার মৃত্যু
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
অবশেষে বিএনপিকে সময় দিলেন ড. ইউনূস, ডাকলেন জামায়াতকেও
প্রধান উপদেষ্টা দেশের অভিভাবক, সেনাপ্রধান স্তম্ভ: হেফাজত
প্রধান উপদেষ্টা দেশের অভিভাবক, সেনাপ্রধান স্তম্ভ: হেফাজত