X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

দুর্ঘটনার প্রতিবাদে বাস সার্ভিস সংস্কার চাইলেন বৈষম্যবিরোধী ছাত্ররা, ধর্মঘট ডাকলেন শ্রমিকরা

জামালপুর প্রতিনিধি
০৩ মার্চ ২০২৫, ২২:০১আপডেট : ০৩ মার্চ ২০২৫, ২২:০১

সড়ক দুর্ঘটনায় একজন নিহতের প্রতিবাদে ও বাস সার্ভিস সংস্কারের দাবিতে জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সড়ক অবরোধের সময় শ্রমিকদের সঙ্গে বাগবিতণ্ডার জেরে দূরপাল্লার বাস ধর্মঘট ডাকা হয়েছে। সোমবার (০৩ মার্চ) বিকালে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও জেলা বাস মালিক সমিতি যৌথভাবে এ ঘোষণা দেয়। এরপর থেকে ধর্মঘট শুরু হয়।

পরিবহনশ্রমিকদের অভিযোগ, সকাল থেকে দুপুর পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র নেতারা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ওপর হামলা করা হয়। অযথা সড়ক অবরোধ ও হামলার প্রতিবাদ এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে। এতে জামালপুর-ময়মনসিংহ হয়ে ঢাকা, জামালপুর-টাঙ্গাইল হয়ে ঢাকা রোডের সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে জামালপুরে রাজিব পরিবহনের বাস দুর্ঘটনায় প্রাণহানির প্রতিবাদ ও বাস সার্ভিস সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার ব্যানারে শিক্ষার্থীরা শহরের বাইপাস এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। বিকাল ৩টা ২০ মিনিট পর্যন্ত অবরোধ চলে। এরই মধ্যে অবরোধের প্রতিবাদ জানান পরিবহনশ্রমিকরা। এ নিয়ে ছাত্র নেতাদের সঙ্গে শ্রমিকদের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। তখনই বিষয়টি মীমাংসা হয়ে গেলেও বিকালে ধর্মঘট ডাকা হয়। 

জামালপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, ‘রাজিব পরিবহনের বাস সার্ভিস বন্ধ ও অন্যান্য বাস সার্ভিসের সংস্কারের দাবিতে দীর্ঘ সময় সড়ক অবরোধ করেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল মোড়ে তারা সড়ক অবরোধ করেন। এ সময় তারা শ্রমিকদের ওপর হামলা করেন। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।’

বাস দুর্ঘটনায় প্রাণহানির প্রতিবাদে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সদস্যসচিব আব্দুল্লাহ আল আবিদ বলেন, ‘জেলার প্রায় সব মানুষের একটি যৌক্তিক দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলছিল। কর্মসূচি চলাকালে প্রশাসন ও পরিবহন সেক্টরের নেতারা কথা বলতে আসেন। উভয় পক্ষের মধ্যে কথাবার্তা হচ্ছিল, এমন সময় একজন শ্রমিক হাতে রড নিয়ে আমাদের ওপর হামলা করতে দৌড়ে আসেন। তখন আমাদের কয়েকজন ওই শ্রমিকের দিকে তেড়ে যান। পরে উভয় পক্ষকে থামিয়ে দেওয়া হয়। এইটুকুই ঘটেছিল। এখন শুনতেছি, শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে বাস বন্ধ ঘোষণা করেছেন তারা। অথচ কোনও ধরনের হামলার ঘটনায় ঘটেনি। তাহলে কেন এই ধর্মঘট? সত্যি এটাই, আমাদের যৌক্তিক দাবিগুলো তারা মানবেন না। আর যাতে না মানতে হয়, সেই কারণে মানুষকে জিম্মি করে এ ধরনের একটি ধর্মঘট ডেকেছেন শ্রমিকনেতারা।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, ‘ধর্মঘট প্রত্যাহার করার বিষয়ে শ্রমিক ও মালিকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। শ্রমিক ও মালিকরা তারাবি নামাজের পর সভা করবেন। ওই সভায় একটি ইতিবাচক ফল আসবে।’

এর আগে রবিবার জামালপুর সদর উপজেলায় যাত্রীবাহী রাজীব পরিবহনের বাসের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত ও একজন আহত হওয়ার ঘটনায় বাসে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ লোকজন। প্রতিবাদে ওই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পরিবহনশ্রমিকরা। রাজিব পরিবহনের বাস দুর্ঘটনায় প্রাণহানির প্রতিবাদ ও বাস সার্ভিস সংস্কারের দাবিতে রবিবার মহাসড়ক অবরোধ করেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। উল্টো হামলার অভিযোগে ধর্মঘট ডাকলেন পরিবহনশ্রমিকরা।

/এএম/
সম্পর্কিত
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২
কুমিল্লায় বাস ও ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত
ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
সর্বশেষ খবর
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
বরগুনায় ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭
বরগুনায় ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭
ইরানের গুপ্তচরবৃত্তির অভিযোগে দিশেহারা আফগান অভিবাসীরা
ইরানের গুপ্তচরবৃত্তির অভিযোগে দিশেহারা আফগান অভিবাসীরা
আশুরা ঘিরে শঙ্কা নেই, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি
আশুরা ঘিরে শঙ্কা নেই, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’