জামালপুরের দেওয়ানগঞ্জে ইউনিয়ন যুবদলের পদ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছেন। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাররামপুর ইউনিয়নের তারাটিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাররামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম সওদাগর।
আহতরা হলেন— পাররামপুর ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির সহসভাপতি আবু মিয়া, বাবলু মিয়া, ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস মিয়া ও সম্পাদক মন্ডলির সদস্য রাজ্জাক।
ইউনিয়ন বিএনপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ মার্চ লুলু মন্ডলকে সভাপতি ও সোহানুর রহমান সাইদুরকে সাধারণ সম্পাদক করে ১০৬ সদস্য বিশিষ্ট পাররামরামপুর ইউনিয়ন যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় উপজেলা যুবদল। নবগঠিত এই কমিটি নিয়ে পদ না পাওয়া সাইদুর ও মোহাম্মদ আলীদের মধ্যে ক্ষোভ ছিল।
বিষয়টি নিয়ে সোমবার সন্ধ্যায় উভয়পক্ষকে মীমাংসার জন্য ডেকে নেন ইউনিয়ন বিএনপির নেতারা। এ সময় উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হলে একপর্যায়ে দুই পক্ষই ইউনিয়ন বিএনপির অফিস থেকে চলে যায়। ইফতারের সময় ইউনিয়ন যুবদলের অস্থায়ী কার্যালয়ে পদবঞ্চিত নেতা মিন্টু, মান্নান ও মোহাম্মদ আলীর নেতৃত্বে নবগঠিত কমিটির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।
এতে উভয় পক্ষের সাত জন আহত হন। আহতদের উদ্ধার করে দেওয়ানগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। পরে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সোহানুর রহমান সাইদুরের ব্যক্তিগত মনোহারি ব্যবসাপ্রতিষ্ঠান শুভ এন্টারপ্রাইজে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান।