X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগ নেতা টুকু গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি
২৫ মার্চ ২০২৫, ১৫:০৩আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৫:০৩

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় নিজ বাসা থেকে নেত্রকোনা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। টুকু এজহারনামীয় দুটি মামলার আসামি বলে জানায় নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেওয়াজ।

গাজী মোজাম্মেল হোসেন নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নেত্রকোনা সরকারি কলেজের সাবেক সহসভাপতি (ভিপি)। তিনি জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও নেত্রকোনা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৭ আগস্ট থেকে এ পর্যন্ত নেত্রকোনার ১০টি থানায় আওয়ামী লীগ ও এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তত ৫৩টি মামলা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা প্রায় পাঁচ হাজার। এর মধ্যে গাজী মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এ কারণে আজ গাজী মোজাম্মেলকে পুলিশ গ্রেফতার করেছে।

এ ব্যাপারে ওসি কাজী শাহনেওয়াজ বলেন, ‘গাজী মোজাম্মেল হোসেন টুকুর নামে নাশকতা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে তাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।’ তাকে আদালতের মাধ্যমে ৭ দিনের রিমান্ড আবেদনও করা হবে বলেও জানান ওসি।

/কেএইচটি/
সম্পর্কিত
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
এনসিপির অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
আ.লীগ নিষিদ্ধে অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম: মাহফুজ আলম 
সর্বশেষ খবর
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ