X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

দুই বছরেও অধরা নারায়ণগঞ্জের দুর্ধর্ষ জঙ্গি সালাউদ্দিন

তানভীর হোসেন, নারায়ণগঞ্জ
১৫ জুন ২০১৬, ০৮:৩৫আপডেট : ১৫ জুন ২০১৬, ১০:৩১

নারায়ণগঞ্জের জঙ্গি সালাউদ্দিন

দেশে সাম্প্রতিক গুপ্তহত্যা ও সংখ্যালঘু হত্যাকাণ্ডের পর জঙ্গিবাদ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান শুরু হলেও অধরাই থেকে গেছেন নারায়ণগঞ্জের দুর্ধর্ষ জঙ্গি সালেহীন ওরফে সালাউদ্দিন।

২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ময়মনসিংহ আদালতে নেওয়ার পথে গুলি ও বোমা হামলা করে ছিনিয়ে নেওয়া জঙ্গিদের একজন সালেহীন ওরফে সালাউদ্দিনের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলাতে। নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জামা’তুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-র এ শূরা সদস্য জঙ্গি হওয়ার পেছনেও রয়েছে নানা কাহিনী। স্কুল জীবনে মেধাবী ছাত্র ছিলেন সালেহীন। কিন্তু সেসময়েই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যোগ দেন জেএমবির সঙ্গে। পরিবারের দেওয়া নাম সালেহীন সোহেল হলেও জেএমবির সদস্য হওয়ার পর নাম হয়ে যায় সালাউদ্দিন।

এদিকে সালাউদ্দিনকে ধরতে ইতোমধ্যে পুলিশ ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। কিন্তু তাকে দুই বছরেও গ্রেফতার করা সম্ভব হয়নি।

ফ্ল্যাশব্যাক: মো. সালেহীন ওরফে সালাউদ্দিন ও কামরুজ্জামান মতিন ওরফে আব্দুল মতিন জাকির। আপন দুই ভাই। বয়সের ব্যবধান ৭ বছর। মেধাবী ছাত্র হয়েও তারা এখন ভয়ঙ্কর জঙ্গি নেতা। পরিবারের সদস্যরা বুঝে উঠতে পারেনি লেখাপড়ার আড়ালে কখন তারা জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে বনে গেছেন জঙ্গি নেতা। পাড়া প্রতিবেশীরা বিষয়টি চিন্তা করে রীতিমত আঁতকে উঠেন। এ কারণে তাদের পরিবারের ওপর থেকে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছে এলাকাবাসী। তাদের মতে, শায়খ আব্দুর রহমান জামালপুর, বাংলা ভাই হিসেবে পরিচিত সিদ্দিকুল ইসলাম রাজশাহী আর সালাউদ্দিন ও তার ভাই মতিন বন্দর তথা নারায়ণগঞ্জবাসীর ললাটে নতুন করে এক কলঙ্ক এঁটে দিয়েছেন। নিষিদ্ধ ঘোষিত জেএমবির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা এই দুই ভাই এখনও দেশব্যাপী নিন্দিত ও সমালোচিত।

২০০৯ সালের ১২ এপ্রিল রাজধানীর খিলক্ষেত থেকে জেএমবির আমীর শায়খ আবদুর রহমানের ঘনিষ্ঠজন ও পৃষ্ঠপোষক কামরুজ্জামান মতিন ওরফে জাকির এবং ২০০৬ সালের ২৬ এপ্রিল চট্রগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকা হতে সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়। ২০০৭ সালের ২০ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো. ইসরাইল হোসেন এক হত্যা মামলায় সালাউদ্দিনকে মৃত্যুদণ্ড দেন। এছাড়া ময়মনসিংহ আদালতে বোমা হামলার ঘটনায়ও সালাউদ্দিনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

সালাউদ্দিন ও মতিনের বাবা রফিকুল ইসলাম শহরের জনতা ব্যাংক কালীর বাজার শাখায় টাইপিস্ট হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ার থানা টেঙ্গারচর এলাকায়। ১৯৯৮ সালের বন্যার পর রফিকুল ইসলাম বন্দরের ৫৮ এইচ এম সেন রোডে বাড়ি করে স্থায়ীভাবে বসবাস করছেন। এর আগে বন্দর এলাকায় ভাড়া বাসায় থাকতেন তারা। চার ছেলের মধ্যে তৃতীয় সালাউদ্দিন আর দ্বিতীয় মতিন। বড় ভাই শামসুজ্জামান শাহীন ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

সালেহীন যেভাবে হয়ে গেলেন সালাউদ্দিন: মো. সালেহীন ওরফে সালাউদ্দিনের বয়স ৩৮। পরিবারের সদস্যরা তাকে ডাকতো সোহেল বলে। ১৯৯৭ সালে বাড়ির পাশের বন্দর বিএম ইউনিয়ন স্কুল হতে মানবিক বিভাগ হতে কৃষি বিষয়ে লেটার মার্কসহ ৬৬৩ নম্বর নিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। লেখাপড়াতে মেধাবী হওয়ায় সালেহীনকে ভর্তি করানো হয় ঢাকার তেজগাঁওস্থ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এর সিভিল বিভাগে।

২০০৬ সালের ২৬ এপ্রিল র‌্যাবের হাতে গ্রেফতারের পর সালাউদ্দিন জানান, ১৯৯৯ সালে সানি নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় সালেহীনের। এই সানিই তাকে জেএমবি’রশীর্ষ নেতা শায়খ আব্দুর রহমানের সঙ্গে পরিচয় করিয়ে দেন। শায়খ রহমানের সংস্পর্শ পেয়ে তথাকথিত ঈমানি জোশে ক্রমশ দুর্ধর্ষ হয়ে উঠেন সালেহীন। হামলার কৌশল ও মামলা এড়াতে পরবর্তীতে নাম পরিবর্তন করে সালেহীন থেকে তিনি হয়ে যান সালাউদ্দিন। শায়খ আব্দুর রহমানের কাছ থেকে তিনি বোমা তৈরিসহ বিভিন্ন জঙ্গি প্রশিক্ষণ নেন এবং দক্ষ হয়ে উঠে। অল্পদিনেই একজন ভালো সংগঠক হিসেবে সালাউদ্দিন পরিচিত পান। পরে শায়ক রহমান তাকে শূরা কমিটির সদস্য মনোনীত করেন। কথিত রয়েছে, এই সালাউদ্দিন বাংলাভাইয়ের চেয়েও পুরনো জেএমবি সদস্য। শায়খ আব্দুর রহমানকে সিলেটের শাপলা বাগের যে বাসায় ধরা পড়েন সে বাসাটি ভাড়া করে দিয়েছিলেন এই সালাউদ্দিন। অনুরূপ ভাবে ভালো মানুষের বেশ ধরে বাংলাভাই হিসেবে কুখ্যাত সিদ্দিকুল ইসলামকেও ময়মনসিংহে অবস্থান করার ব্যবস্থা করে দেন এই সালাউদ্দিন। ২০০৬ সালের ১৭ মার্চ সালাহউদ্দিনকে গ্রেফতারের জন্য ১০ লাখ টাকার নগদ পুরস্কার ঘোষণা করেন সরকার। ২৪ এপ্রিল র‌্যাবের অভিযানে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী যে সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং ১৪ নভেম্বর ঝালকাঠিতে জেএমবি’র হামলায় আদালতের ভেতরে দুই বিচারক নিহত হন সেসব মামলার চার্জশিটভুক্ত আসামি হচ্ছেন সালাউদ্দিন।

নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের নেতৃত্বেও ছিলেন সালাউদ্দিন: সূত্র মতে, ২০০২ সালের প্রথম দিকে ঢাকার মুগদাপাড়া ঝিলপাড়ের একটি বাসায় শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, বন্দরের সালাউদ্দিন, হাফেজ মাহমুদ, পিরোজপুরের খালেক, নাটোরের আবদুল আউয়াল ও খুলনার আসাদুজ্জামানের উপস্থিতিতে একটি বৈঠক হয়। ওই বৈঠকে সালাউদ্দিনের কাজে খুশি হয়ে শায়ক ও বাংলা ভাই তাকে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের দায়িত্ব দেন। ২০০২ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জস্থ ব্র্যাক অফিস লুটের নেতৃত্ব দেন সালাউদ্দিন। এ ঘটনায় শায়খ আব্দুর রহমানের অত্যন্ত বিশ্বাসভাজন হয়ে ওঠেন তিনি। পরে তিনি রাজশাহীর বাগমারার অপারেশনে বাংলা ভাইকে সহযোগিতা করেন। পরে শায়খ রহমান ও বাংলাভাই ধরা পড়ায় তিনি চলে আসেন জেএমবি’র কেন্দ্রীয় নেতৃত্বে।

আরও পড়তে পারেন:

অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা: সাহসী পদক্ষেপ, চ্যালেঞ্জও বেশি

যানজটে বাড়ছে মুমূর্ষু রোগীর মৃত্যুঝুঁকি

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল