X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে শামীম-আইভি দ্বৈরথ, চলছে বিএনপির প্রস্তুতি

তানভীর হোসেন, নারায়ণগঞ্জ
২৫ জুলাই ২০১৬, ২১:০২আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৬:৪২

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের এখনও ছয় মাস বাকি। এরপরও তোড়জোড় শুরু করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর নেতৃত্বে রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। ইতোমধ্যে ২১ জুলাই তৃণমূলের নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি বক্তব্য রাখেন। বক্তব্যে আগামী নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের নাম ঘোষণা করেন তিনি। আরও বলেন, দল তাকে মনোনয়ন দিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে তার প্রার্থী।
শামীম ওসমানের ওই ঘোষণার পর নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতিতে চলছে তোলপাড়। বিনা প্রতিদ্বন্দ্বিতার ঘোষণায় বিএনপি এখনও আনুষ্ঠানিক কোনও কথা না বললেও ভেতরে ভেতরে তারা নানা ছক কষতে শুরু করেছে।আর যাকে কেন্দ্র করে এত ঘটনা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সেই মেয়র ডা. সেলিনা হায়াত আইভী এখনও গণমাধ্যমে কোনও বক্তব্য দিতে নারাজ। তবে ২৭ জুলাই সিটি করপোরেশনের বাজেট অনুষ্ঠানে তিনি জনতার মুখোমুখি হয়ে এসব ব্যাপারে কথা বলবেন এমনটাই জানিয়েছেন তার ঘনিষ্ঠজনেরা।

প্রসঙ্গত আগামী ডিসেম্বরের মধ্যে সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতির খবর জানিয়েছেন নির্বাচন কমিশন। সে হিসেবে শুরু হয়েছে প্রস্তুতি। সর্বশেষ ২০১১ সালের ৩০ অক্টোবর অনুষ্ঠিত হয় সিটি করপোরেশন নির্বাচন। সেখানে সেলিনা হায়াত আইভী ১লাখ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী শামীম ওসমানকে পরাজিত করেন। শামীম ওসমান পরে ২০১৪ সালের ৫ জানুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি নির্বাচিত হন। ওই নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার প্রার্থী হলেও ভোটের মাত্র সাত ঘণ্টা আগে তাকে বসিয়ে দেওয়া হয়। ২০১১ সালের নির্বাচনে মহানগরের সভাপতি আনোয়ার হোসেন ও তার অনুগামীরা আইভীর পক্ষে কাজ করেন। কিন্তু ২০১৪ সালের ২৬ জুন নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনকে ঘিরে আনোয়ার পক্ষ বদল করে শামীম ওসমানদের বলয়ে চলে যান।

২১ জুলাই নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় দেশের জঙ্গিবাদ ইস্যুতে। তবে ওই সভাটি শুরু থেকে শেষ পর্যন্ত সিটি করপোরেশন নির্বাচনকেন্দ্রিক হয়ে দাঁড়ায়। বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর প্রতি বিষোদাগার করে নেতাকর্মীরা মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকেই ভবিষ্যত মেয়র হিসেবে দেখার প্রত্যয় ব্যক্ত করেন।  

বক্তব্যের শেষের দিকে এসে তৃণমূলের কর্মীদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, ‘নাসিকে মেয়র আমার প্রয়োজন নাই। আমি যেখানে আছি সেইটাই ভালো। আমার তো মনে হয় আল্লাহর হুকুম হয়েই গেছে। তূণমূলের নেতাকর্মীরা যখন বলছে, যারা নমিনেশন দেওয়ার মালিক, যারা ভোট আনার মালিক, যারা শেখ হাসিনার সাচ্চা কর্মী, তারা যখন সিদ্ধান্ত দিয়েছে, সেখানে মা কোনও সময়ে তার সব ছেলে ফেলে কোনও ফালতু মানুষকে নিয়ে এগোবে সেটা মনে করা ঠিক না। আমার লাগবে না। এমনিতে খবর হয়ে যাবে।’

আরও বলেন, ‘আর ইলেকশনটা আনোয়ার হোসেন করবে না। করবে শামীম ওসমান। কারণ আনোয়ার ভাইয়ের কাছে না আছে টাকা, না আছে পয়সা। আনোয়ার ভাই বাসায় বসে থাকবে। আনোয়ার ভাই ইলেকশন করুক দল আনোয়ার ভাইকে দল নমিনেশন দিক। আমি তো কই ইলেকশনটা আনকনটেস্ট কইরা ফালামু ইনশাল্লাহ। আর আনোয়ার ভাইকে নমিনেশন দেওয়ার পর বিএনপি খাড়াইবো, খাড়াক। দেখি জনগণ কী বলে। নিষেধ তো করা যায় না। নেত্রী যদি আনোয়ার ভাইকে ভালোবাসেন, তাহলে নেত্রী আনোয়ার ভাইকে নমিনেশন দেবেন। আনোয়ার ভাইও পাস করবে। আনোয়ার ভাই ইনশাল্লাহ মনোনয়ন পাবেন এবং নির্বাচন করবেন।’

আল্লাহ এবং যার যার সৃষ্টিকর্তার নামে দুইটা হাত তুলে শপথ করে আনোয়ার হোসেনের পক্ষে সমর্থন জানানোর জন্য তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘আমরা যারা মুসলমান আছি তারা আল্লাহর নামে দুই হাত তুলে সমর্থন করুন। তাছাড়া হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান যারা আছেন, তারা তাদের সৃষ্টিকর্তার নামে হাত তুলবেন, সমর্থন করছেন কিনা।’

এসময় সবাই দুই হাত তুলে সমর্থন করেন। শামীম ওসমান বলেন, ‘যারা হাত তুলেছেন আর বেঈমানি করবেন, তারা আল্লাহর কাছে ঠেকা থাকবেন। যিনি বেঈমানি করবেন না, তিনি আল্লাহর কাছে পুরষ্কৃত হবেন। ইনশাল্লাহ আগামীতে আনোয়ার হোসেন মেয়র হবেন। আমি একজন কর্মী হিসেবেও নির্বাচনে কাজ করবো।’

এদিকে শামীম ওসমানের বক্তব্যের পর, দলের ভেতরেই শুরু হয়েছে নানা প্রশ্ন। যদিও এ ব্যাপারে কেউ প্রকাশ্যে কথা বলছেন না। তবে দলের একাধিক নেতাকর্মী জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করার ঘোষণাতে দলের মেয়র প্রার্থীর অবস্থান নিয়ে আমাদের দলের ভেতরে প্রশ্ন উঠতে পারে। আমরা নির্বাচন করেই তারা তাদের প্রার্থীকে জয়ী করতে চান।

এখানে উল্লেখ্য যে, ২০১৪ সালের ৫ জানুয়ারি সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন শামীম ওসমান। ২০১১ সালের সিটি করপোরেশন নির্বাচনে আইভীর কাছে ১ লাখ ৪ হাজার ভোটে পরাজিত হন শামীম ওসমান। ২০০১ সালের সংসদ নির্বাচনেও শামীম ওসমান পরাজিত হন। আর ২০০৯ সালের জানুয়ারিতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েও চতুর্থ হন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বাংলা ট্রিবিউনকে জানান, নির্বাচন এখনও অনেক দূরে। দেশের জাতীয় রাজনীতিতেই এখন নানা সংকট। তাই এখনই নির্বাচন ইস্যুতে কিছু বলা যাবে না। আগে কেন্দ্রীয়ভাবে দল সিদ্ধান্ত নেবে, এ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবে কী না। এরপর  আলোচনা।

নারায়ণগঞ্জ নগর বিএনপির সেক্রেটারি এটিএম কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী ঘোষণাতেই প্রমাণিত হয় আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। শামীম ওসমানের ক্তব্যে এটিই প্রমাণিত হয়। তার এরকম বক্তব্য এটা নতুন কিছু নয়। ক্ষমতার সময়ে তিনি এমন হুংকার দিলেও, ক্ষমতায় না থাকা কালে দেশেই থাকেন না।’

তিনি আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং যাকেই প্রার্থী করবেন বিএনপির তৃণমূল নেতাকর্মীরা জীবন বাজি রেখে সেই প্রার্থীর পক্ষে নির্বাচন করবে। আগামী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী থাকবে কি থাকবে না, তা সময়ই বলে দেবে।’

/এইচকে/আপ-এনএস/

আরও পড়ুন: রূপগঞ্জে শিশু হত্যা: এর আগেও একবার মাথা ফাটানো হয়েছিল সাগরের

সম্পর্কিত
সর্বশেষ খবর
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
হজ এজেন্সিগুলোর কথার সঙ্গে কাজের কোনও মিল নেই: ধর্মমন্ত্রী
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!