X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

হাড়িনালের বাড়িটি ভাড়া দেওয়া হয় এক মাস আগে

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
০৮ অক্টোবর ২০১৬, ১১:৫৭আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ১৯:৫৬

জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালানো হয় এই বাড়িতে গাজীপুরের পশ্চিম হাড়িনালের যে বাড়িতে শনিবার র‌্যাব অভিযান চালায় তার মালিক থাকেন ঢাকায়। দেড় মাস আগে এই বাড়ির নির্মাণকাজ শেষ হয়েছে এবং একমাস আগে বাড়িটি ভাড়া দেওয়া হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে র‌্যাব ১ এর উপ-অধিনায়ক কাজী শোয়াইব হোসেন এই তথ্য জানান।

কাজী শোয়াইব হোসেন জানান, আতাউর রহমান নামের এক ব্যবসায়ী ওই বাড়ির মালিক। তিনি ঢাকায় থাকেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, দেড় মাস আগে বাড়ির মালিক এই বাড়ির নির্মাণকাজ শেষ করেন। আর এক মাস আগে বাড়িটি ভাড়া দেওয়া হয়। তবে ভাড়াটিয়াদের নাম পরিচয় জানা যায়নি। বেলা সোয়া ১১টার দিকে এখান থেকে দুই জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এর আগে জানান, অভিযান চলার সময় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে দুই জঙ্গি নিহত হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। র‌্যাব ১ এর সিনিয়র এসপি মিজানুর রহমানও এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে জঙ্গি আস্তানা সন্দেহে পশ্চিম হাড়িনালের পাশের নোয়াগাঁও পাতারটেক এলাকায়  একটি বাসায় অভিযান চালাচ্ছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। ওই বাসায় জঙ্গি আস্তানা রয়েছে এমন খবর পাওয়ার পরপরই সেখানে অভিযান শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনী।  সিটিটিসির অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভেতরে অস্ত্র ও গোলাবারুদ রয়েছে বলে তথ্য রয়েছে তাদের কাছে। কৌশল নির্ধারণ করে অভিযান পরিচালনা করা হচ্ছে। গাজীপুর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ আমীর হোসেন জানান, সকাল ১০ টার দিকে ওসমান নামের একজনের দুই তলা বাড়িতে এই অভিযান শুরু হয়।

আরও পড়ুন- 

গাজীপুরে র‌্যাবের অভিযান: দুই জঙ্গি নিহত



আকাশপথে অস্ত্র পাচার: শুল্ক গোয়েন্দাদের উদ্বেগ

টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত

পাতারটেকে ‘অপারেশন শরতের তুফানে’ ৭ ‘জঙ্গি’ নিহত

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
উদ্বোধন হলো রেজিস্ট্রেশন কার্যক্রম, ৭ জুন ‘জয় বাংলা ম্যারাথন’
উদ্বোধন হলো রেজিস্ট্রেশন কার্যক্রম, ৭ জুন ‘জয় বাংলা ম্যারাথন’
‘ডিউন’ সিরিজে টাবু
‘ডিউন’ সিরিজে টাবু
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভ, সহিংসতায় নিহত ৩
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভ, সহিংসতায় নিহত ৩
নাইকো দুর্নীতি মামলায় বাপেক্সের সাবেক এমডির সাক্ষ্য
নাইকো দুর্নীতি মামলায় বাপেক্সের সাবেক এমডির সাক্ষ্য
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
ইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
গাজায় ইসরায়েলি আগ্রাসনইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রেল মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে চুরি করতে গিয়ে গ্রেফতার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ড্রাইভার
রেল মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে চুরি করতে গিয়ে গ্রেফতার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ড্রাইভার