X
বুধবার, ১৫ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৬, ১২:০৭আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ১৩:০০

টাঙ্গাইল টাঙ্গাইলের কাগমারায় একটি বাসায় র‌্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে। শনিবার (৮ অক্টোবর) সকালের এই অভিযানে জঙ্গিদের সঙ্গে গোলাগুলিতে দুই র‌্যাব সদস্যও আহত হয়েছেন। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব-১২ ক্রাইম প্রিভেশন ইউনিট (সিপিসি) ৩ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন ফারুকী জানান, শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে কাগমারা এলাকার মির্জা মাঠ এলাকার একটি তিনতলা ভবনে অভিযান চালানো হয়। এতে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে দুই জঙ্গি নিহত হয়। এসময় আহত র‌্যাব সদস্যরা হলেন করপোরাল সাইফুল ও সৈনিক রেজাউল। তাদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এর আগে, গাজীপুরের পশ্চিম হারিনালের একটি বাসায় র‌্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে। সেখান থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। র‌্যাবের পাশাপাশি স্থানীয় পুলিশও অভিযানে র‌্যাব সদস্যরাও অংশ নেন।

এদিকে, জঙ্গি আস্তানা সন্দেহে পশ্চিম হারিনালের পাশের নোয়াগাঁও পাতারটেক এলাকায়  একটি বাসায় অভিযান চালাচ্ছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। ওই বাসায় জঙ্গি আস্তানা রয়েছে এমন খবর পাওয়ার পরপরই সেখানে অভিযান শুরু করে আইন-শৃঙ্খলাবাহিনী।  সিটিটিসির অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভেতরে অস্ত্র ও গোলাবারুদ রয়েছে বলে তথ্য রয়েছে তাদের কাছে। কৌশল নির্ধারণ করে অভিযান পরিচালনা করা হচ্ছে। গাজীপুর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ আমীর হোসেন জানান, সকাল ১০ টার দিকে ওসমান নামের একজনের দুই তলা বাড়িতে এই অভিযান শুরু হয়।

আরও পড়ুন- 

 



আকাশপথে অস্ত্র পাচার: শুল্ক গোয়েন্দাদের উদ্বেগ

/এমও/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পর্দা উঠলো কান উৎসবের, মেরিল স্ট্রিপ ও মেসির ফেরা
কান উৎসব ২০২৪পর্দা উঠলো কান উৎসবের, মেরিল স্ট্রিপ ও মেসির ফেরা
বাংলা ট্রিবিউনের প্রশ্নের জবাবে যা বললেন লিলি
কান উৎসব ২০২৪বাংলা ট্রিবিউনের প্রশ্নের জবাবে যা বললেন লিলি
এমবাপ্পে রিয়ালে খেলবেন, নিশ্চিত করলেন লা লিগা প্রধান
এমবাপ্পে রিয়ালে খেলবেন, নিশ্চিত করলেন লা লিগা প্রধান
লখনউকে হারিয়ে রাজস্থানকে প্লে অফে তুললো দিল্লি
লখনউকে হারিয়ে রাজস্থানকে প্লে অফে তুললো দিল্লি
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
পেঁয়াজ আমদানি শুরু
পেঁয়াজ আমদানি শুরু