X
শনিবার, ১৭ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলায় গ্রেফতার আরও ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৬, ১২:০১আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ১২:০১

গোবিন্দগঞ্জে ইক্ষু খামার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারে সাঁওতালদের ওপর হামলার মামলায় আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিনগত মধ্যরাতে তাদের গ্রেফতার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, সাঁওতাল পল্লিতে হামলার মামলায় সারোয়ার (৪১) ও আকবর (৫০) নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে তরফ কামাল কামারপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে সারোয়ারকে। আর তরফ কামাল খামার পাড়া থেকে গ্রেফতার করা হয় আকবরকে। দুইজনকেই তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এ নিয়ে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় মোট ১০ জনকে গ্রেফতার করা হলো।

গত ৬ নভেম্বর রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। পুলিশের গুলিতে তিন জন সাঁওতাল পুরুষ নিহত হন।  পরবর্তীতে পুলিশ-র‌্যাব ওই দিন সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত এক অভিযান চালিয়ে মিলের ওই জমি থেকে সাঁওতালদের উচ্ছেদ করে। এসময় তাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে ও লুটপাট চালায় স্থানীয় দুর্বৃত্তরা।

গত ১৬ নভেম্বর বুধবার গভীর রাতে সাঁওতালদের পক্ষ থেকে  গোবিন্দগঞ্জ উপজেলার মুয়ালীপাড়া গ্রামের স্বপন মরমু বাদী হয়ে ৫/৬শ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় কোনও এজাহার নামীয় আসামি করা হয়নি।

সরেজমিনে গিয়ে সাঁওতাল পল্লির লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এই মামলা নিয়ে তারা বিস্মিত। সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় সাঁওতালদের ওপর হামলার সঙ্গে যারা সরাসরি জড়িত এবং ইন্ধনদাতা সেসব প্রভাবশালী ব্যক্তির নাম মামলায় নেই।

অভিযোগ উঠেছে, মামলা দায়েরের পর বাঙালি পুরুষরা গ্রেফতার আতঙ্কে রাতে বাড়িতে থাকছেন না। মামলার পরপরই বুধবার রাত থেকেই পুলিশ অভিযানে নেমেছে।

আরও পড়ুন- 

যে কারণে নৌকা আইভীর
দেশে সাড়ে ১০ কোটি মানুষ এখনও দরিদ্র!

/এফএস/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৫)
বাড্ডায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ
বাড্ডায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ
রাজধানীর পল্লবীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
রাজধানীর পল্লবীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
কৃষককে পিটিয়ে হত্যা, অভিযুক্তের বাড়ি পুড়িয়ে দিলো বিক্ষুব্ধরা
কৃষককে পিটিয়ে হত্যা, অভিযুক্তের বাড়ি পুড়িয়ে দিলো বিক্ষুব্ধরা
সর্বাধিক পঠিত
রাজশাহীতে চাহিদার চেয়ে কোরবানির পশু বেশি, বিক্রি হবে ৩০২ হাটে
রাজশাহীতে চাহিদার চেয়ে কোরবানির পশু বেশি, বিক্রি হবে ৩০২ হাটে
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ
বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন