X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

আইভীর শাড়ির অর্ডার দেওয়া হয়েছিল ২০ দিন আগেই

তানভীর হোসেন, নারায়ণগঞ্জ
১০ ডিসেম্বর ২০১৬, ০০:২৪আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ০০:২৪

 

এই শাড়ি আইভীকে উপহার পাঠাচ্ছেন শামীম ওসমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে আওয়ামী লীগের নৌকা প্রতীক সম্বলিত  দুটি শাড়ি উপহার দিতে যাচ্ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। শাড়ি দুটি তৈরির অর্ডার দেওয়া হয়েছিল ২০ দিন আগেই। হাফ সিল্কের শাড়ি দুটি বানাতে খরচ হয়েছে ১০ হাজার টাকা।

শুক্রবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন ‘নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে’ সংবাদ সম্মেলনের এক পর্যায়ে সাংবাদিকদের সামনে শাড়ি দুটি উপস্থাপন করেন শামীম ওসমান।

ওই সময়ে শামীম ওসমান একটি শাড়ি সাংবাদিকদের সামনে মেলে ধরেন, যেখানে নৌকা প্রতীক দেখা গেছে।

যে দোকান হতে শাড়ি দুটি বানানো হয়েছে সেটার নাম ‘বিশ্বরঙ’। এটা নারায়ণগঞ্জের একটি প্রসিদ্ধ বুটিক হাউজ ও তৈরি কাপড় বিক্রির প্রতিষ্ঠান। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত ‘রঙ’ প্রতিষ্ঠানটি সম্প্রতি মালিকানা জটিলতায় দুই ভাগ হয়ে ‘রঙ বাংলাদেশ’ ও ‘বিশ্বরঙ’ নামে আলাদা দুটি প্রতিষ্ঠান হয়েছে। নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া সান্ত্বনা মার্কেটে রঙ-এর দোকান থাকলেও প্রতিষ্ঠান আলাদার পর ‘বিশ্বরঙ’ দোকানটি চলে যায় ফতুল্লায় খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশে।

শুক্রবার রাতে এ দোকানে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বাংলাট্রিবিউনকে  জানায়, ২০ দিন আগে শাড়ি দুটির জন্য অর্ডার দেওয়া হয়েছিল। হাফ সিল্কের দুটি শাড়ি তৈরি করতে খরচ হয়েছে ১০ হাজার টাকার মতো। সাধারণত এ ধরণের অর্ডারের শাড়ি ২০/২৫ দিনের আগে তৈরি হয় না। শাড়িতে নৌকা প্রতীক বিভিন্ন রঙয়ে ফুটিয়ে তোলা হয়েছে ও সুতার কাজ রয়েছে।

তবে কে ওই শাড়ি দুটি অর্ডার করেছিল সেটা তাৎক্ষণিকভাবে সূত্রটি জানাতে পারেনি।

সেলিনা হায়াৎ আইভীকে এই শাড়ি উপহার পাঠাচ্ছেন শামীম ওসমান এমপি উল্লেখ্য, গত ১৮ নভেম্বর অনেক নাটকীয়তার পর সেলিনা হায়াৎ আইভীকে দলের মনোনয়ন দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তার ২১ দিন পর শুক্রবার শামীম ওসমান সংবাদ সম্মেলন করেন। গত ২৪ নভেম্বর আইভী যখন মনোনয়নপত্র দাখিল করেন, তখন তার পরিহিত শাড়িটিতেও নৌকা প্রতীক দেখা গেছে।

শুক্রবার সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, ‘আইভীর প্রতি আমার আর কোনও রাগ, অভিমান, বিভেদ, বিরোধ নাই। সে আমার ছোট বোন। আমি তো প্রচারণায় নামতে পারবো না। তাই আমি চিন্তা করলাম, নারায়ণগঞ্জের প্রসিদ্ধ দোকান বিশ্বরঙ। এখান থেকে আমি, আনোয়ার ভাই (মহানগর আওয়ামী লীগের সভাপতি) ও খোকন সাহার (মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি) মাধ্যমে  নৌকা মার্কা শাড়ি দুটি আইভীর জন্য বানিয়েছি। আমার ছোট বোন যখন এটি পড়ে বিভিন্ন এলাকায় গিয়ে প্রচারণা করবে, তখন তার মনে পড়বে, তার বড় ভাই শামীম ওসমান আমার সঙ্গে না থাকলেও তার দোয়া আমার সঙ্গে আছে।’

এক পর্যায়ে শামীম ওসমান বলেন,‘আমার বোন যদি মনে করে তাহলে আমি পার্লামেন্ট থেকে পদত্যাগ করে নৌকার পক্ষে আইভীর পক্ষে কাজ করবো। অবশ্য নেত্রী যদি নির্দেশ দেন।’

শামীম ওসমানের ওই বক্তব্যের জবাবে আইভী গণমাধ্যমকে বলেছেন, ‘শামীম ওসমান যেন পদত্যাগ না করেন। তিনি যেন জনগণের জন্য কাজ করেন।’

সংবাদ সম্মেলন শেষে শামীম ওসমান জানান,‘শনিবার সকালে শাড়ি দুটি আইভীকে উপহার দেওয়া হবে।’

/এসএনএইচ/এএআর/

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গুলিস্তানে কমিউনিটি পুলিশ সদস্যের মৃত্যু, সন্দেহ ‘হিট স্ট্রোক’  
গুলিস্তানে কমিউনিটি পুলিশ সদস্যের মৃত্যু, সন্দেহ ‘হিট স্ট্রোক’  
গরমে অসুস্থ হয়ে প্রার্থীর মৃত্যু, নিবার্চন স্থগিত
গোপালপুর উপজেলা পরিষদগরমে অসুস্থ হয়ে প্রার্থীর মৃত্যু, নিবার্চন স্থগিত
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
প্রেক্ষাগৃহ থেকে না নামতেই উঠলো পাঠ্যসূচিতে!
কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই সরকারের
কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই সরকারের
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে