X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

৫ বছরে নির্বাচন কমিশনের কোনও ব্যর্থতা নেই: সিইসি

কুমিল্লা প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৭, ২২:৩৩আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ০৯:১৯

কুমিল্লায় আঞ্চলিক সার্ভাস স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সিইসি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, নারায়ণগঞ্জে সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর আগেও প্রতিটি নির্বাচনই আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। গত পাঁচ বছরে আমাদের কোনও ব্যর্থতা নেই। তিনি আরও বলেছেন, স্মার্ট কার্ডে আধুনিক প্রযুক্তির ব্যবহার হওয়ায় জাল ভোটার হওয়ার সম্ভাবনা নেই। আর স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত করতে ও জাল ভোট ঠেকাতে আগামী দিনে ব্যবহৃত হবে ডিজিটাল ভোটিং মেশিন।
শুক্রবার (২০ জানুয়ারি) বিকালে কুমিল্লায় নির্বাচন কমিশনের আঞ্চলিক সার্ভার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ।
অনুষ্ঠানে সিইসি রকিবউদ্দীন বলেন, ‘স্মার্ট কার্ডে আঙুলের ছাপ ও চোখের কণিকার ছবি সংরক্ষণ করছি। এগুলো উন্নত ডাটাবেজে সংরক্ষণ করা হচ্ছে। এতে দুইবার কারও ভোটার হওয়ার কোনও সম্ভাবনা নেই এবং কাউকে শনাক্ত করতেও অসুবিধা হবে না। বর্তমানে এ ডাটাবেজের মাধ্যমে অনেক দুষ্কৃতিকারী ধরাও পড়ছে।’ তিনি বলেন, ‘বর্তমানে আমরা উন্নত প্রযুক্তির ‘ডিজিটাল ভোটিং মেশিন’ তৈরির চিন্তা করছি। এ মেশিন এখন উদ্ভাবনের পথে। স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত করতে ও জাল ভোট ঠেকাতে আগামী দিনে এ ডিজিটাল ভোটিং মেশিন ব্যবহৃত হবে।’
প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘আমরা অনেক নির্বাচন করেছি। আমাদের দেশে একটা রেওয়াজ আছে— যিনি হারেন, তার কাছে নির্বাচন পছন্দ হয় না। সেজন্য আমরা সবাইকে খুশি করতে পারি না। তবুও আমরা চেষ্টা করেছি এবং সবগুলো নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি।’
কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আবদুল মোমেন। এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলা নির্বাচন কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
পরে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমরা নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন একসঙ্গে করতে চেয়েছিলাম। কিন্তু মামলা জটিলতার কারণে কুমিল্লায় নির্বাচন করা সম্ভব হয়নি। পরবর্তী কমিশন নির্বাচনের উদ্যোগ নেবে।’
এর আগে সিইসি রকিবউদ্দীন ৫ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে কুমিল্লায় নির্মিত নির্বাচন কমিশনের আঞ্চলিক সার্ভার স্টেশন ভবনের উদ্বোধন করেন।

আরও পড়ুন-

বিএনপির মরা গাঙে জোয়ার আসে না: কাদের

দিনাজপুরে ওষুধ ব্যবসায়ীদের টানা ধর্মঘটে ভোগান্তি

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
প্লে অফের দিন বেছে নিতে দুই ক্লাবকে চিঠি
সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
অরাজনৈতিক মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশসিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
বাংলাদেশের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন অধিনায়ক খেলবেন না কেন?
বাংলাদেশের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন অধিনায়ক খেলবেন না কেন?
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র