X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ঝাড়ুর মাথায় জাতীয় পতাকা: শাস্তি নিয়ে গড়িমসি

মাগুরা প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩২

ঝাড়ুদণ্ডে ওড়ানো পতাকা

মহান শহীদ দিবস উপলক্ষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মাগুরা শহরে একটি বেসরকারি ব্যাংকে ঝাড়ুদণ্ডের সঙ্গে ওড়ানো হয় জাতীয় পতাকা।  বিষয়টি ‘গুরুত্বহীন’ হিসেবে উল্লেখ করে দায়ভারও নিতে চান  না ব্যাংকের কর্মকর্তারা। এমনকি আইনের মারপ্যাঁচ  দেখিয়ে প্রশাসনও দায়ীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করছে না।

শহীদ দিবসের দিন কলেজ রোডে অবস্থিত ডাচ বাংলা ব্যাংকের মাগুরা মোবাইল ব্যাংক ও এজেন্ট অফিসে ঝাড়ুদণ্ডের সঙ্গে জাতীয় পতাকা ওড়ানোর এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ জানালে বুধবার দুপুরে মোবাইল ব্যাংকটিতে গিয়ে সিনিয়র পরিপালন অফিসার ও ইনচার্জ মুজিবুর রহমানের কাছে বিষয়টি জানতে চাওয়া হয়। তিনি বলেন, ‘হেড অফিস থেকে জাতীয় দিবসে পতাকা ওড়ানোর কোনও নির্দেশনা দেওয়া নেই।’ তিনি বলেন, ‘এছাড়া আমি ছুটিতে ছিলাম।  এ কারণে কে পতাকা উড়িয়েছে তা আমি জানি না। আর বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ বলেও মনে হয়নি আমার কাছে।’

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. মাহবুবর রহমানের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘বিষয়টি জানার পর ভ্রাম্যমাণ আদালত পাঠিয়েছিলাম। কিন্তু ম্যাজিস্ট্রেটের চোখে বিষয়টি ধরা পড়েনি।’ তিনি একজন নাগরিক হিসেবে বিষয়টি নিয়ে সাংবাদিকদের থানায় মামলা করার পরামর্শ দেন।

তবে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এনডিসি পরিমল কুমার সরকার বলেন, ‘প্রথমে ডিসি অফিসের সামনে ডাচ বাংলার একটি মোবাইল ব্যাংকিং এর দোকানে গিয়ে একটি পাইপে পতাকা উড়তে দেখতে পেয়ে ফিরে আসি। পরে রাতে সাংবাদিকদের ফোন পেয়ে পাশেই সরকারি কলেজের সামনে গিয়ে ডাচ বাংলার মূল অফিসে গিয়ে ঝাড়ুদণ্ডে জাতীয় পতাকা দেখতে পাইনি। তবে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে ঘটনাটি সত্য ছিল। এখন মোবাইল কোর্ট পরিচালনার সুযোগ নেই। কেউ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে জাতীয় পতাকা অবমাননার দয়ে মামলা করতে পারেন।’

/এফএস/ এপিএইচ/

আরও পড়ুন: 

রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

সম্পর্কিত
সর্বশেষ খবর
পেঁয়াজ চুরির অভিযোগে এক ব্যক্তিকে খুঁটিতে বেঁধে নির্যাতন
পেঁয়াজ চুরির অভিযোগে এক ব্যক্তিকে খুঁটিতে বেঁধে নির্যাতন
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন
কিংস অ্যারেনায় প্রথমবার গিয়ে যা বললেন পাপন
কিংস অ্যারেনায় প্রথমবার গিয়ে যা বললেন পাপন
মধুসূদন দত্তের বাড়িতে এসে দর্শনার্থীরা করেন প্রশ্ন, শিক্ষার্থীরা তোলে সেলফি
মধুসূদন দত্তের বাড়িতে এসে দর্শনার্থীরা করেন প্রশ্ন, শিক্ষার্থীরা তোলে সেলফি
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি